বিহারেই ছিল অস্কারজয়ী অলিভিয়া কোলম্যানের শিকড়!

Last Updated:
1/5
৯১তম অস্কার অনুষ্ঠানে সেরা অভিনেত্রীর অ্যাওর্য়াড পেলেন অলিভিয়া কোনম্যান। 'দ্য ফেবারিট' ছবির জন্য এই সম্মান পেলেন অলিভিয়া। তবে জানা গিয়েছে এ দেশের মাটির সঙ্গে এই সেরা অভিনেত্রীর রয়েছে গভীর সম্পর্ক। অস্কারের কয়েক মাস আগেই এই তথ্য সামনে আসে!দীর্ঘদিন ধরে বিনোদন জগতের সঙ্গে যুক্ত অলিভিয়া কোলম্যান। বাফটা এবং গোল্ডেন গ্লোবস পুরস্কারও পেয়েছেন। photo source collected
৯১তম অস্কার অনুষ্ঠানে সেরা অভিনেত্রীর অ্যাওর্য়াড পেলেন অলিভিয়া কোনম্যান। 'দ্য ফেবারিট' ছবির জন্য এই সম্মান পেলেন অলিভিয়া। তবে জানা গিয়েছে এ দেশের মাটির সঙ্গে এই সেরা অভিনেত্রীর রয়েছে গভীর সম্পর্ক। অস্কারের কয়েক মাস আগেই এই তথ্য সামনে আসে!দীর্ঘদিন ধরে বিনোদন জগতের সঙ্গে যুক্ত অলিভিয়া কোলম্যান। বাফটা এবং গোল্ডেন গ্লোবস পুরস্কারও পেয়েছেন। photo source collected
advertisement
2/5
বাফটা এবং গোল্ডেন গ্লোবস পুরস্কারও পেয়েছেন তিনি। কয়েক মাসে আগে ব্রিটিশ টেলিভিশনের ‘হু ডু ইউ থিঙ্ক ইউ আর’ অনুষ্ঠানে অংশ নেন তিনি। তথ্যচিত্র ঘরানার ওই অনুষ্ঠানে বিখ্যাত ব্যক্তিত্বদের বংশপরম্পরার ইতিহাস তুলে ধরা হয়। নিজের পারিবারিক ইতিহাস ঘাঁটতে গিয়ে তাতে ভারতের বিহারের সঙ্গে যোগসূত্র খুঁজে পান অলিভিয়া। সবিস্তার জানতে বিহারের কিসানগঞ্জ এবং কলকাতায় হাজির হন অলিভিয়া। ব্রিটিশ ক্লাবে সংরক্ষিত নথিপত্র ঘেঁটে দেখেন।  photo source collected
বাফটা এবং গোল্ডেন গ্লোবস পুরস্কারও পেয়েছেন তিনি। কয়েক মাসে আগে ব্রিটিশ টেলিভিশনের ‘হু ডু ইউ থিঙ্ক ইউ আর’ অনুষ্ঠানে অংশ নেন তিনি। তথ্যচিত্র ঘরানার ওই অনুষ্ঠানে বিখ্যাত ব্যক্তিত্বদের বংশপরম্পরার ইতিহাস তুলে ধরা হয়। নিজের পারিবারিক ইতিহাস ঘাঁটতে গিয়ে তাতে ভারতের বিহারের সঙ্গে যোগসূত্র খুঁজে পান অলিভিয়া। সবিস্তার জানতে বিহারের কিসানগঞ্জ এবং কলকাতায় হাজির হন অলিভিয়া। ব্রিটিশ ক্লাবে সংরক্ষিত নথিপত্র ঘেঁটে দেখেন। photo source collected
advertisement
3/5
তিনি জানতে পারেন,  রিচার্ড ক্যাম্পবেল বাজেট নামের তাঁর এক দাদু ইংল্যান্ডের ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে যোগ দেন।  সেখান থেকে পোস্টিং পান কলকাতায়। সেই সময় তিনি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। সেই প্রেমে সন্তানও হয় তাঁর। তাঁরই ছেলে চার্লস আবার বিয়ে করেন হ্যারিয়ট নামের এক মহিলাকে, ১৮০০ সালের শুরুতে বিহারের কিসানগঞ্জে যাঁর জন্ম। photo source collected
তিনি জানতে পারেন, রিচার্ড ক্যাম্পবেল বাজেট নামের তাঁর এক দাদু ইংল্যান্ডের ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে যোগ দেন। সেখান থেকে পোস্টিং পান কলকাতায়। সেই সময় তিনি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। সেই প্রেমে সন্তানও হয় তাঁর। তাঁরই ছেলে চার্লস আবার বিয়ে করেন হ্যারিয়ট নামের এক মহিলাকে, ১৮০০ সালের শুরুতে বিহারের কিসানগঞ্জে যাঁর জন্ম। photo source collected
advertisement
4/5
 হ্যারিয়টের বাবা কিসানগঞ্জের এক ভারতীয় মহিলাকে বিয়ে করেন। হ্যারিয়ট তাঁদেরই সন্তান বলে জানতে পারেন অলিভিয়া কোলম্যান। বাবার মৃত্যু হলে তিনবছর বয়সে হ্যারিয়টকে কলকাতা থেকে হুগলি নদী হয়ে ইংল্যান্ড পাঠিয়ে দেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ১৮৩২ সাল নাগাদ ফের ভারতে ফিরে আসেন হ্যারিয়ট। বিয়ে করেন। কিন্তু বিয়ের অল্পদিনের মধ্যেই মৃত্যু হয় তাঁর প্রথম স্বামীর। এর পর চার্লসকে দ্বিতীয়বার বিয়ে করেন তিনি। দু’জনে মিলে এ দেশেই সংসার পাতেন।   পরিবারের লোকজনের মুখে কখনও হ্যারিয়টের নামও শোনেননি অলিভিয়া। সেই হ্যারিয়টের সূত্রে ভারতের সঙ্গে নিবিড় সম্পর্কের কথা জানতে পেরে অনুষ্ঠান চলাকালীনই আবেগপ্রবণ হয়ে পড়েন অলিভিয়া কোলম্যান। তিনি জানান, ‘‘ইংল্যান্ডের বাইরে আমার পরিবার পা রেখেছে বলে কখনও ভাবিনি। কিন্তু ভারতের সঙ্গে আমাদের এত গভীর সংযোগ তা জানতাম না। যে হ্যারিটের নামও কখনও শুনিনি, এখন তাঁকে শ্রদ্ধা করতে শুরু করেছি।’’ photo source collected
হ্যারিয়টের বাবা কিসানগঞ্জের এক ভারতীয় মহিলাকে বিয়ে করেন। হ্যারিয়ট তাঁদেরই সন্তান বলে জানতে পারেন অলিভিয়া কোলম্যান। বাবার মৃত্যু হলে তিনবছর বয়সে হ্যারিয়টকে কলকাতা থেকে হুগলি নদী হয়ে ইংল্যান্ড পাঠিয়ে দেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ১৮৩২ সাল নাগাদ ফের ভারতে ফিরে আসেন হ্যারিয়ট। বিয়ে করেন। কিন্তু বিয়ের অল্পদিনের মধ্যেই মৃত্যু হয় তাঁর প্রথম স্বামীর। এর পর চার্লসকে দ্বিতীয়বার বিয়ে করেন তিনি। দু’জনে মিলে এ দেশেই সংসার পাতেন। পরিবারের লোকজনের মুখে কখনও হ্যারিয়টের নামও শোনেননি অলিভিয়া। সেই হ্যারিয়টের সূত্রে ভারতের সঙ্গে নিবিড় সম্পর্কের কথা জানতে পেরে অনুষ্ঠান চলাকালীনই আবেগপ্রবণ হয়ে পড়েন অলিভিয়া কোলম্যান। তিনি জানান, ‘‘ইংল্যান্ডের বাইরে আমার পরিবার পা রেখেছে বলে কখনও ভাবিনি। কিন্তু ভারতের সঙ্গে আমাদের এত গভীর সংযোগ তা জানতাম না। যে হ্যারিটের নামও কখনও শুনিনি, এখন তাঁকে শ্রদ্ধা করতে শুরু করেছি।’’ photo source collected
advertisement
5/5
তবে শুধুমাত্র অলিভিয়া কোলম্যানই নন, ভারতের সঙ্গে পারিবারিক যোগসূত্র খুঁজে আরও অনেক বিখ্যাত ব্যক্তিত্বরাই। যাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, কৌতুকাভিনেতা অ্যালিস্টেয়ার ম্যাকগাওয়ান, বিলি কনোলি এবং রুপার্ট পেনরি-জোন্স। photo source collected
তবে শুধুমাত্র অলিভিয়া কোলম্যানই নন, ভারতের সঙ্গে পারিবারিক যোগসূত্র খুঁজে আরও অনেক বিখ্যাত ব্যক্তিত্বরাই। যাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, কৌতুকাভিনেতা অ্যালিস্টেয়ার ম্যাকগাওয়ান, বিলি কনোলি এবং রুপার্ট পেনরি-জোন্স। photo source collected
advertisement
advertisement
advertisement