লন্ডনে কণিকা কপূরের বিয়ের রিসেপশন অনুষ্ঠানে সকলের নজর কেড়ে নিয়েছেন অজয় দেবগণ ও কাজলের মেয়ে নাইসা৷ তাঁর দুই বন্ধু অরহান এবং বেদান্তের সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন নাইসা স্তনের অর্ধাংশ উন্মুক্ত, গোলাপি গাউনে নাইসা অপরূপ সুন্দরী শরীরচাপা পোশাকে ফুটে উঠেছে নাইসার টোনড দেহবল্লরী মাদকতা ছড়ানো রূপে নাইসা একজন তন্বী দিভা দুই বন্ধুর সঙ্গে নাইসার যুগলবন্দি যেন হ্যান্ডসাম ট্রায়ো এলোমেলো হলেও মুহূর্তরা অন্তরঙ্গই থাকে বন্ধুদের সঙ্গে ক্লাবে পার্টি করছেন নাইসা