উঁকি দিচ্ছে ট্যাটু ! বোল্ড ফটোশ্যুটে ধরা দিলেন মোহময়ী নুসরত !

Last Updated:
এক কঠিন বার্তা রয়েছে তাঁর এই পোস্টে। অনেকেই প্রশংসা করেছেন অভিনেত্রীর। তাঁর পোশাক পরিকল্পনা করেছেন সন্দীপ। ছবি তুলেছেন সোমনাথ রায়।
1/5
নুসরত। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী। তবে শুধু এটাই তাঁর পরিচয় নয়। তিনি একজন সাংসদ। দক্ষ হাতে দুটি কাজ সামলান নুসরত। কখনও তাঁকে দেখা যায় সিনেমার পর্দায় দাপিয়ে অভিনয় করতে। আবার কখনও তিনি মানুষের জন্য লড়াই করেন। photo source Instagram
নুসরত। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী। তবে শুধু এটাই তাঁর পরিচয় নয়। তিনি একজন সাংসদ। দক্ষ হাতে দুটি কাজ সামলান নুসরত। কখনও তাঁকে দেখা যায় সিনেমার পর্দায় দাপিয়ে অভিনয় করতে। আবার কখনও তিনি মানুষের জন্য লড়াই করেন। photo source Instagram
advertisement
2/5
নুসরত সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাক্টিভ। বিশেষ করে ইনস্টাগ্রামে। নানা রকম ফটোশ্যুটের ভিডিও ও ছবি তিনি শেয়ার করেন এখানে। photo source Instagram
নুসরত সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাক্টিভ। বিশেষ করে ইনস্টাগ্রামে। নানা রকম ফটোশ্যুটের ভিডিও ও ছবি তিনি শেয়ার করেন এখানে। photo source Instagram
advertisement
3/5
 তেমনই একটি ফটোশ্যুটের ছবি শেয়ার করলেন তিনি। খোলা চুল। ট্যাং টপ, ও সাদা আপার ড্রেসে দেখা গেল তাঁকে। photo source Instagram
তেমনই একটি ফটোশ্যুটের ছবি শেয়ার করলেন তিনি। খোলা চুল। ট্যাং টপ, ও সাদা আপার ড্রেসে দেখা গেল তাঁকে। photo source Instagram
advertisement
4/5
এই ছবি তিনি ইনস্টাতে শেয়ার করে লিখেছেন, "যদি জীবনের সব নিয়ম মানতে থাক, তাহলে তুমি সব আনন্দকেই মিস করে যাবে।" এক কঠিন বার্তা রয়েছে তাঁর এই পোস্টে। photo source Instagram
এই ছবি তিনি ইনস্টাতে শেয়ার করে লিখেছেন, "যদি জীবনের সব নিয়ম মানতে থাক, তাহলে তুমি সব আনন্দকেই মিস করে যাবে।" এক কঠিন বার্তা রয়েছে তাঁর এই পোস্টে। photo source Instagram
advertisement
5/5
এই ছবি দেখা মাত্রই বহু মানুষ লাইক করেছেন। অনেকেই প্রশংসা করেছেন অভিনেত্রীর। তাঁর পোশাক করেছেন সন্দীপ। ছবি তুলেছেন সোমনাথ রায়। photo source Instagram
এই ছবি দেখা মাত্রই বহু মানুষ লাইক করেছেন। অনেকেই প্রশংসা করেছেন অভিনেত্রীর। তাঁর পোশাক করেছেন সন্দীপ। ছবি তুলেছেন সোমনাথ রায়। photo source Instagram
advertisement
advertisement
advertisement