'টাকি রোডে না গেলেও, টাকি টাকি-গানে নেচেছেন নিশ্চয়ই', ছবি পোস্ট করে ট্রোলড নুসরত

Last Updated:
নুসরত লিখেছেন, "চোখ কোন কথা বলতে চাইছে? সবাইকে পড়তে পারছ চোখের ভাষা?" ব্যস এই পোস্ট দেখেই শুরু হয় সমালোচনা।
1/5
নুসরত। তিনি শুধু মাত্র টলিউডের জনপ্রিয় অভিনেত্রী নন, সেই সঙ্গে একজন সাংসদও। গত বুধবারই 'দিদির দূত' চড়ে সভা করে এসেছেন মিনাখায়। সামনেই বিধানসভা নির্বাচন তাই দলের হয়ে প্রচার তো রয়েছেই। আবার সেই সঙ্গে রয়েছে অভিনয়ের কাজও। নুসরত কিছু করলে তা নিয়ে নেটিজনরা সমালোচনা শুরু করে দেন। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রধান চর্চার বিষয় হয়ে ওঠেন নুসরত। photo source Instagram
নুসরত। তিনি শুধু মাত্র টলিউডের জনপ্রিয় অভিনেত্রী নন, সেই সঙ্গে একজন সাংসদও। গত বুধবারই 'দিদির দূত' চড়ে সভা করে এসেছেন মিনাখায়। সামনেই বিধানসভা নির্বাচন তাই দলের হয়ে প্রচার তো রয়েছেই। আবার সেই সঙ্গে রয়েছে অভিনয়ের কাজও। নুসরত কিছু করলে তা নিয়ে নেটিজনরা সমালোচনা শুরু করে দেন। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রধান চর্চার বিষয় হয়ে ওঠেন নুসরত। photo source Instagram
advertisement
2/5
সম্প্রতি নুসরত তাঁর ইনস্টাগ্রামে নিজের কতগুলি ছবি পোস্ট করেছেন। সেখানে আই মেক-আপ নিয়ে কথা বলেছেন তিনি।  photo source Instagram
সম্প্রতি নুসরত তাঁর ইনস্টাগ্রামে নিজের কতগুলি ছবি পোস্ট করেছেন। সেখানে আই মেক-আপ নিয়ে কথা বলেছেন তিনি। photo source Instagram
advertisement
3/5
নুসরত লিখেছেন, "চোখ কোন কথা বলতে চাইছে? সবাইকে পড়তে পারছ চোখের ভাষা?"  ব্যস এই পোস্ট দেখেই শুরু হয় সমালোচনা।  photo source Instagram
নুসরত লিখেছেন, "চোখ কোন কথা বলতে চাইছে? সবাইকে পড়তে পারছ চোখের ভাষা?" ব্যস এই পোস্ট দেখেই শুরু হয় সমালোচনা। photo source Instagram
advertisement
4/5
নুসরতের পোস্টে কমেন্ট করতে শুরু করেন নেটিজেনরা। অবশ্য তাঁর চোখের প্রশংসা অনেকেই করেছেন। সেখানেই এক ব্যক্তি লেখেন, "হায় ম্যাম, আপনি শেষবার কবে টাকি গেছেন? টাকি রোডের অবস্থা জানেন? লাস্ট চার বছর ধরে খারাপ পড়ে আছে রাস্তা কেউ দেখছে না! একটু এগুলোও দেখুন প্লিস। যদিও আপনার ছবিটি সত্যিই সুন্দর ধন্যবাদ।  photo source Instagram
নুসরতের পোস্টে কমেন্ট করতে শুরু করেন নেটিজেনরা। অবশ্য তাঁর চোখের প্রশংসা অনেকেই করেছেন। সেখানেই এক ব্যক্তি লেখেন, "হায় ম্যাম, আপনি শেষবার কবে টাকি গেছেন? টাকি রোডের অবস্থা জানেন? লাস্ট চার বছর ধরে খারাপ পড়ে আছে রাস্তা কেউ দেখছে না! একটু এগুলোও দেখুন প্লিস। যদিও আপনার ছবিটি সত্যিই সুন্দর ধন্যবাদ। photo source Instagram
advertisement
5/5
এই কমেন্টেই এক ব্যক্তি রিপ্লাইতে লেখেন, "অরণ্যেরোদন করছেন আপনি। উনি এসব কথা শুনবেন না। টাকি রোডে না গেলেও টাকি টাকি গানে নেচেছেন ঠিকই"। এই পোস্টে ফের সমালোচনা শুরু করেন নেটিজেনরা। যদিও নুসরত কোনও জবাব দেননি। photo source Instagram
এই কমেন্টেই এক ব্যক্তি রিপ্লাইতে লেখেন, "অরণ্যেরোদন করছেন আপনি। উনি এসব কথা শুনবেন না। টাকি রোডে না গেলেও টাকি টাকি গানে নেচেছেন ঠিকই"। এই পোস্টে ফের সমালোচনা শুরু করেন নেটিজেনরা। যদিও নুসরত কোনও জবাব দেননি। photo source Instagram
advertisement
advertisement
advertisement