ফতুর হতে বসা দেওল পরিবারের ভাগ্য ঘুরিয়ে দেয় একটাই ফিল্ম! শোলে নয়, ধর্মেন্দ্রের এই ছবিতে ফের বিপুল পয়সা আসে ঘরে
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
শুধু মাল্টিস্টারার সিনেমায় পুরানো স্টারডমের কারণে তাঁরা কাজ পাচ্ছিলেন। তারপর দেওল পরিবার একটি এমন সিনেমা তৈরি করেছিল, যা পুরো দেওল পরিবারকে আবার লাইম লাইটে নিয়ে আসে। ভাগ্য ফিরিয়ে আনে৷
ধর্মেন্দ্র, সানি এবং ববি দেওল বলিউড ইন্ডাস্ট্রির বড় তাবড় তারকা। কম বয়সে ধর্মেন্দ্র 'জুগনু', 'শোলে', 'ধরমবীর', 'আখেঁ' এর মতো ব্লকবাস্টার এবং হিট সিনেমা দিয়েছেন। অন্যদিকে, সানি 'বেতাব', 'নিগাহেঁ', 'জিৎ', 'বর্ডার' এর মতো হিট সিনেমা দিয়েছেন। এছাড়াও ববিl 'বরসাত', 'সোলজার', 'গুপ্ত' এর মতো সুপারহিট সিনেমা দিয়েছেন।
advertisement
ধর্মেন্দ্র, সানি এবং ববি তাঁদের সময়ে একের পর এক হিট এবং ব্লকবাস্টার সিনেমা দিয়েছেন। কিন্তু তিনজনের জীবনে এমন একটি সময় এসেছিল, যখন বক্স অফিসে তাদের ছবিগুলো পরপর ফ্লপ হচ্ছিল। শুধু মাল্টিস্টারার সিনেমায় পুরানো স্টারডমের কারণে তাঁরা কাজ পাচ্ছিলেন। তারপর দেওল পরিবার একটি এমন সিনেমা তৈরি করেছিল, যা পুরো দেওল পরিবারকে আবার লাইম লাইটে নিয়ে আসে। ভাগ্য ফিরিয়ে আনে৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement