Poonam Pandey Death News: শুধু পুনম নন... এই পাঁচ তারকার মৃত্যু আজও রহস্য! সমাধান মেলেনি কোনও...
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Poonam Pandey Death News: শ্রীদেবীর মৃত্যুর কথা ভক্তরা বিশ্বাস করেন না আজও। ২০১৮-তে দুবাইয়ের একটি হোটেলে শ্রীদেবী মারা যান। হোটেল রুমের বাথটাবে অচেতন অবস্থায় তাঁকে দেখতে পান স্বামী বনি কাপুর।
সোশ্যাল মিডিয়ায় পুনম পান্ডের শেষ পোস্টটি দেখার মতো। যেখানে তাঁকে বরাবরের মতো খুব গ্ল্যামারাস লুকে দেখা গিয়েছে। এই ভিডিওটি শেয়ার করতে গিয়ে 'জীবন ভারসাম্য'-এর বার্তাও দিয়েছেন অভিনেত্রী। ভিডিওতে, পুনম পান্ডেকে সাদা কর্সেট ব্র্যালেট এবং কালো প্যান্টে দেখা যাচ্ছে। তিনি গোয়ার সৈকত ক্রুজ পার্টিতে অংশ নিয়েছিলেন।