সোশ্যাল মিডিয়া সেনসেশনদের মধ্য়ে উঠে আসে অভিনেত্রী তথা মডেল নিয়া শর্মার (Nia Sharma) নাম। এবার কালো ব্রালেটের সঙ্গে কালো স্লিটেড স্কার্ট পরে ধরা দিলেন টেলি অভিনেত্রী।
সিকুইন দেওয়া কালো স্কার্ট। স্পষ্ট নিয়া শর্মার টোনড পদযুগল।
লাল রঙের মিনি ড্রেসে স্পষ্ট উরুদ্বয়। সোশ্যাল মিডিয়ায় পারদ চড়ালেন অভিনেত্রী।
আয়নায়ে নিজেকে দেখেই মুগ্ধ নিয়া। প্রায় খোলা পিঠ।
সরু স্ট্র্যাপ দেওয়া সিকুইনড ড্রেস। নিয়ার ক্লিভলাইন স্পষ্ট এই পোষাকে।
সাজের সঙ্গে মেক আপেও নাটকীয়তা। নিয়া শর্মা প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলেন।
লেহেঙ্গা চোলিতে স্পষ্ট নিয়ার শরীরী ভাঁজ।
গায়ের সঙ্গে যেন মিশে গিয়েছে লেহেঙ্গা ও চোলি। নেই এক ফোঁটাও মেদ।
কালো লেদার ড্রেসে মারকাটারি ফিগার স্পষ্ট।
এই পোশাকের সঙ্গে ফ্লোরাল নেকপিস চোখে পড়ার মতো।
...