কলকাতা: রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘স্ত্রীর পত্র' -র ছায়া অবলম্বনে তৈরি হয়েছে বাংলা ছবি ‘মহানগরী থেকে দূরে’ ছবির গল্পে, শিমূল তাঁর সংসার ফেলে বেরিয়েই পড়ল| সে চলল মহানগরী থেকে দূরে| মহানগরীর ব্যস্ততায় মানুষের মানবিক গুণগুলি যখন লুপ্তপ্রায়, তখনও শিমুলকে বিন্দু নাড়া দিয়ে গেল| ঠিক যেমন রবীন্দ্র নাথ ঠাকুরের ছোটগল্প 'স্ত্রীর পত্রে'র বিন্দু|'
আসলে বিন্দুরা সমাজে আজও ততোধিক প্রাসঙ্গিক| আর শিমূল, সেও তো পারেনি তার মানবিক সত্ত্বাকে বিসর্জন দিতে| তাই সে চলে আসে ডুয়ার্স তাঁর মনের মানুষ প্রমিতকে সঙ্গী করে| টানাপোড়নের পর অভীক অর্থাৎ শিমূলের স্বামী তাকে খুঁজে পেলে শিমূল কি ফিরবে তার সঙ্গে| না কি মনের মানুষের সঙ্গে থেকে যাবে জঙ্গলে, এসবের উত্তর নিয়েই মহানগরী থেকে দূরে এক পারিবারিক ক্লাসিক ড্রামা|
শর্ট ফিল্ম আর ডকুমেন্টারির হাত ধরে সিনেমার প্রতি চুড়ান্ত ভালবাসায় একদিন অনেকটা সাহস নিয়েই পূর্ণ দৈর্ঘ্য সিনেমা ‘মহানগরী থেকে দূরে’ তৈরি করেই ফেললাম, আমি শ্বেতা বসু ও অয়ন সেন | আগামী ১৯ শে মে ২০২৩ প্রক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে সিনেমাটি| আমাদের লেখা গল্প অনুপ্রাণিত রবীন্দ্র নাথ ঠাকুরের বিখ্যাত ছোটগল্প স্ত্রীর পত্র থেকে| সিনেমাটি দেখতে দেখতে সকলেই নিজেকে যুক্ত করতে পারলেই সার্থকতা| সকলে দেখুন এবং পরিচিতদের দেখতে বলে বাংলা সিনেমার সঙ্গে থাকুন|
ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জয় সেনগুপ্ত, ভাস্বর চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী, শ্রাবণী ঘোষ ও সুমিতা চট্টোপাধ্যায়। জয় সেনগুপ্তর কথায়, '‘এটি একটি পারিবারিক ছবি। একটি পরিবারের টানাপোড়েন, জীবনের ওঠা-পড়া ছবিতে দেখা যাবে। আমি অভিকের চরিত্রে অভিনয় করেছি। অভিক একটু স্বার্থপর, প্রেম-বন্ধুত্ব কোনও কিছুই জীবনে তার নেই। এর দাম একদিন তাকে চুকোতে হয়। এই ছবির পরিচালকদ্বয় নতুন। শ্বেতা এবং অয়নের সঙ্গে কাজ করে খুব ভাল লেগেছে, ছবি নিয়ে ওদের দারুন একটা প্যাশন আছে। আশা করি ছবিটা আপনাদের ভাল লাগবে।'’ Input-Manash Basak