Tollywood Film: বাংলায় আবার নতুন জুটি, নতুন থ্রিলারে জুটিতে মীর-রিত্তিকা

Last Updated:
টলিউডে আবার নতুন জুটি।নতুন থ্রিলারে জুটিতে মীর-রিত্তিকা। একগুচ্ছ তারকা নিয়ে আসছে "মহরত"। প্রকাশ্যে চরিত্র লুক।
1/5
টলিউডে আবার নতুন জুটি আসছে। এবারে সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে নতুন গল্প আনছে পরিচালক আতিউল ইসলাম। প্রকাশ্যে এল ছবির নাম "মহরত"। একগুচ্ছ তারকা নিয়ে ইতিমধ্যে শ্যুটিং শেষ হয়েছে নতুন ছবি "মহরত" এর। মুখ্য চরিত্রে মীর, রিত্তিকা সেন। এই প্রথম জুটিতে আসছে মীর-রিত্তিকা। অন্যান্য চরিত্রে দেবলীনা দত্ত, বিশ্বরুপ বিশ্বাস, রজতাভ দত্ত, দেবরাজ ভট্টাচার্য, হৃষি রাজ, অনিন্দিতা সোম, রাজু মজুমদার, হিয়া রায়, স্বরলিপী ঘোষ প্রমুখ।
টলিউডে আবার নতুন জুটি আসছে। এবারে সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে নতুন গল্প আনছে পরিচালক আতিউল ইসলাম। প্রকাশ্যে এল ছবির নাম "মহরত"। একগুচ্ছ তারকা নিয়ে ইতিমধ্যে শ্যুটিং শেষ হয়েছে নতুন ছবি "মহরত" এর। মুখ্য চরিত্রে মীর, রিত্তিকা সেন। এই প্রথম জুটিতে আসছে মীর-রিত্তিকা। অন্যান্য চরিত্রে দেবলীনা দত্ত, বিশ্বরুপ বিশ্বাস, রজতাভ দত্ত, দেবরাজ ভট্টাচার্য, হৃষি রাজ, অনিন্দিতা সোম, রাজু মজুমদার, হিয়া রায়, স্বরলিপী ঘোষ প্রমুখ।
advertisement
2/5
কলকাতা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে শ্যুটিং এর প্রথমদিন, শ্যুটিং চলাকালীন গুলি করে খুন করা হয় শহরের নামকরা অভিনেত্রী অপর্ণা মুখার্জিকে। তার প্রাক্তন স্বামী সৃজন বন্দ্যোপাধ্যায় পেশায় নামকরা চিত্র পরিচালক। ডিভোর্স এর প্রায় তিন বছর পরে শ্যুটিং ফ্লোরে দেখা হয়েছিল অপর্ণা মুখার্জি ও সৃজনের। কিন্তু সেখানেই খুন হয় অপর্ণা মুখার্জি। অন্যদিকে সিআইডির দুই দাপুটে তনন্দকারী অফিসারের হাতে আসে অপর্ণা মুখার্জির খুনের কেস। তদন্তের মধ্যে নাম উঠে আসে ওই সিনেমার হিরো সোহেল খান এর নাম, যিনি বাংলাদেশ থেকে কলকাতাতে এসেছেন। একদিকে সিআইডি আর অন্যদিকে মিডিয়া চ্যানেলের পেজ থ্রি এর ব্রেকিং নিউস, কোন দিকে যাবে ছবির মোড়! ছবির গতি যত এগোতে থাকে,ততই খুনের রহস্য উন্মোচনে মুখ্য ভূমিকা পালন করে মিডিয়া।
কলকাতা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে শ্যুটিং এর প্রথমদিন, শ্যুটিং চলাকালীন গুলি করে খুন করা হয় শহরের নামকরা অভিনেত্রী অপর্ণা মুখার্জিকে। তার প্রাক্তন স্বামী সৃজন বন্দ্যোপাধ্যায় পেশায় নামকরা চিত্র পরিচালক। ডিভোর্স এর প্রায় তিন বছর পরে শ্যুটিং ফ্লোরে দেখা হয়েছিল অপর্ণা মুখার্জি ও সৃজনের। কিন্তু সেখানেই খুন হয় অপর্ণা মুখার্জি। অন্যদিকে সিআইডির দুই দাপুটে তনন্দকারী অফিসারের হাতে আসে অপর্ণা মুখার্জির খুনের কেস। তদন্তের মধ্যে নাম উঠে আসে ওই সিনেমার হিরো সোহেল খান এর নাম, যিনি বাংলাদেশ থেকে কলকাতাতে এসেছেন। একদিকে সিআইডি আর অন্যদিকে মিডিয়া চ্যানেলের পেজ থ্রি এর ব্রেকিং নিউস, কোন দিকে যাবে ছবির মোড়! ছবির গতি যত এগোতে থাকে,ততই খুনের রহস্য উন্মোচনে মুখ্য ভূমিকা পালন করে মিডিয়া।
advertisement
3/5
তদন্ত যত গভীরে যায়, তত যেন সম্পর্কের সমীকরণ, মানুষের প্রতি মানুষের হিংসা, অসৎ পথে নিজের জীবনযাপন করা, প্রতিপত্তির চূড়ায় ওঠার জন্য কিভাবে পাশে থাকা মানুষটাও একদিন শত্রু হয়ে ওঠে সেগুলোই ফুটে উঠতে থাকে।
তদন্ত যত গভীরে যায়, তত যেন সম্পর্কের সমীকরণ, মানুষের প্রতি মানুষের হিংসা, অসৎ পথে নিজের জীবনযাপন করা, প্রতিপত্তির চূড়ায় ওঠার জন্য কিভাবে পাশে থাকা মানুষটাও একদিন শত্রু হয়ে ওঠে সেগুলোই ফুটে উঠতে থাকে।
advertisement
4/5
অভিনেতা মীর জানান "এই প্রথম বড়ো ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছি। অনেকটা দ্বায়িত্ব থাকে ছবির প্রধান মুখ হওয়াতে। অনেকটা প্রিপারেশান নিয়ে ছবিতে অভিনয় করেছি। আশা করছি দর্শকদের ভালো লাগবে"।
অভিনেতা মীর জানান "এই প্রথম বড়ো ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছি। অনেকটা দ্বায়িত্ব থাকে ছবির প্রধান মুখ হওয়াতে। অনেকটা প্রিপারেশান নিয়ে ছবিতে অভিনয় করেছি। আশা করছি দর্শকদের ভালো লাগবে"।
advertisement
5/5
ছবির স্ক্রিপ্ট লিখেছেন অনুভব ঘোষ। চলতি বছরে সালিমা খাতুন এর প্রযোজনাতে বড়ো পর্দায় মুক্তি পাবে ছবি "মহরত"।
ছবির স্ক্রিপ্ট লিখেছেন অনুভব ঘোষ। চলতি বছরে সালিমা খাতুন এর প্রযোজনাতে বড়ো পর্দায় মুক্তি পাবে ছবি "মহরত"।
advertisement
advertisement
advertisement