Nayanthara: অভিনয়ের সুযোগের বদলে জুটেছিল অশ্লীল কাজের প্রস্তাব! শাহরুখের নায়িকার অভিযোগে তোলপাড় ইন্ডাস্ট্রি
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Nayanthara Revealed truth about Casting couch: দক্ষিণী ছবির এই জনপ্রিয় অভিনেত্রীর বিস্ফোরক অভিযোগে তোলপাড় সিনে দুনিয়া। সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে দক্ষিণের মহিলা সুপারস্টার তুলে ধরেছেন কাস্টিং কাউচের যন্ত্রণাময় অভিজ্ঞতার কথা।
দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম নয়নতারা। চুটিয়ে অভিনয় করছেন এই সুন্দরী অভিনেত্রী এবং ভক্তদের মনেও অনায়াসে জায়গা করে নিতে পেরেছেন। কিন্তু দক্ষিণী ছবির এই জনপ্রিয় অভিনেত্রীর বিস্ফোরক অভিযোগে তোলপাড় সিনে দুনিয়া। সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে দক্ষিণের মহিলা সুপারস্টার তুলে ধরেছেন কাস্টিং কাউচের যন্ত্রণাময় অভিজ্ঞতার কথা।
advertisement
আসলে সিনে দুনিয়ায় কাস্টিং কাউচ হল একটি বিতর্কিত বিষয়। এর শিকার হয়েছেন বহু তাবড় নায়িকাই। কেউ হয়তো নিজেদের যন্ত্রণার কথা সর্বসমক্ষে স্বীকার করে নিয়েছেন, তো কেউ আবার চেপে গিয়েছেন। তো অনেকে আবার বহু বছর পরে যন্ত্রণার অভিজ্ঞতা প্রসঙ্গে মুখ খুলেছেন। এ-বার সেই তালিকায় উঠে এল নয়নতারার নামও। তাঁর অভিযোগ, অভিনয়ের সুযোগ পাইয়ে দেওয়ার নাম করে তাঁকে অশ্লীল কাজে লিপ্ত হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল।
advertisement
এমনকী অভিনেত্রীর এ-ও অভিযোগ যে, এক বার তাঁর কাছে প্রধান চরিত্রে অভিনয় করার প্রস্তাব এসেছিল। তবে সেটা ছিল আনুকূল্যের বিনিময়ে। কিন্তু সাহসী অভিনেত্রী এই প্রস্তাব সটান নাকচ করে দেন। যদিও কাস্টিং কাউচ নিয়ে এই প্রথম কোনও দক্ষিণী অভিনেত্রী খোলাখুলি ভাবে কথা বললেন, এমনটা একেবারেই নয়। কারণ এর আগে অনুষ্কা শেঠির মতো বহু দক্ষিণের অভিনেত্রীই এই যন্ত্রণাময় অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন।
advertisement
তবে আজ আর আলাদা করে নয়নতারার পরিচয়ের অপেক্ষা রাখে না। তিনি কারওর উপর নির্ভরশীল নন। নিজের অভিনয় দক্ষতার জোরেই ইন্ডাস্ট্রিতে জায়গা পাকা করে নিয়েছিলেন তিনি। বর্তমানে অভিনয়ের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবনও রয়েছে চর্চার মধ্যে। প্রভু দেবার মতো বহু তারকার নাম জড়িয়েছে তাঁর সঙ্গে। এর মধ্যে আবার তামিল অভিনেতা সিম্বুর সঙ্গেও নাম জড়িয়েছে নয়নতারার। যদিও তাঁদের সম্পর্ক বেশি দিন টেকেনি। আসলে সংবাদমাধ্যমে জোর চর্চা, নয়নতারা এবং সিম্বুর ব্যক্তিগত ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ফলে তাঁদের মধ্যে অশান্তি শুরু হয়। যার ফলেই সম্পর্কের অবসান ঘটে।
advertisement
তবে বেশ কিছু দিন ধরেই যমজ সন্তান নিয়েই ব্যস্ততার মধ্যে দিন কাটছে অভিনেত্রীর। তাঁর সঙ্গে পারিবারিক ছবি সোশ্যাল মিডিয়ায় হামেশাই শেয়ার করেন তাঁর স্বামী বিঘ্নেশ শিবন। তাঁদের এই সম্পর্ক ভক্তরা খুবই পছন্দ করেন। শুধু পারিবারিক জীবনই নয়, অভিনেত্রীর কেরিয়ারও এখন তুঙ্গে। কারণ এর পর নয়নতারাকে দেখা যাবে শাহরুখ খান অভিনীত ছবি ‘জওয়ান’-এ। অ্যাটলি পরিচালিত এই ছবিতে কিং খানের বিপরীতে থাকছেন অভিনেত্রী।