বিবাহিত জীবনে দাড়ি টানতে চলেছেন নওয়াজ ও আলিয়া। তবে তাদের দাম্পত্য কলহ দিনদিন বেড়েই চলেছে। সোশ্যাল মিডিয়াও তোলপাড় হয়েছিল তাঁদের বিচ্ছেদের খবরে৷ তবে সবকিছু ভুলে এখন কাজে মন দিতে চাইছেন নওয়াজ৷ শীঘ্রই মুক্তির অপেক্ষায় তার আপকামিং ছবি জগিরা সারা রা রা৷ এক কিছুর মধ্যেই এবার ভোল পাল্টালেন আলিয়া৷
খোলা চিঠিতে আলিয়া লিখেছেম৷ হ্যালো নওয়াজ, এই চিঠি তোমার জন্য৷ আমি অনেক জায়গায় শুনেছি জীবন মানে এগিয়ে যাওয়া৷ শেষ কয়েক মাস ধরে আমাদের মধ্যে যা কিছু ঘটেছে তা আমি ভুলে যেতে চাই৷ ভগবানের প্রতি বিশ্বাস রেখে আমি নিজের ভুলের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি৷ তোমার সমস্ত অন্যায়কে ক্ষমা করে নতুন করে জীবনকে এগোতে চাইছি৷
খোলা চিঠিতে আলিয়া লিখেছেম৷ হ্যালো নওয়াজ, এই চিঠি তোমার জন্য৷ আমি অনেক জায়গায় শুনেছি জীবন মানে এগিয়ে যাওয়া৷ শেষ কয়েক মাস ধরে আমাদের মধ্যে যা কিছু ঘটেছে তা আমি ভুলে যেতে চাই৷ ভগবানের প্রতি বিশ্বাস রেখে আমি নিজের ভুলের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি৷ তোমার সমস্ত অন্যায়কে ক্ষমা করে নতুন করে জীবনকে এগোতে চাইছি৷