Serum কর্তা Adar Poonawala-র স্ত্রী Natasha Poonawalla-র হাতে ৯০ লাখ টাকার ব্যাগ!
Bangla Digital Desk
1/ 5
করোনা মহামারীর এই সময় কোভিশিল্ড ভ্যাকসিন উত্পাদনকারী সেরাম ইন্সটিটিউটের সিইও আদর পুনাওয়ালাকে এখন কে না চেনে! তবে তাঁর স্ত্রী নাতাশা পুনাওয়ালাও কিন্তু কম জনপ্রিয় নন। আর এবার একটি দামি ব্যাগ হাতে নিয়ে তিনি ফের চর্চায়।
2/ 5
নাতাশার একটি ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে। সেই ছবিতে তাঁর হাতে যে নীর রঙের ব্যাগ দেখা যাচ্ছে সেটির দাম ৯০ লাখ টাকার কাছাকাছি। নাতাশার সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া।
3/ 5
উইম্বলডন ফাইনাল দেখতে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। ম্যাচ শেষে নাতাশার সঙ্গে ছবি তোলেন তিনি। তখনই নাতাশার হাতে থাকা সেই ব্যাগ সবার চোখে পড়ে।
4/ 5
Gucci আউটফিট ব্র্য়ান্ড-এর পোশাক পরেছিলেন নাতাশা{ হাতে ছিল সেই মহার্ঘ ব্য়াগ, যার দাম ৯০ লাখ টাকার কাছাকাছি। কী এমন আছে সেই ব্যাগে!
5/ 5
Hermes Collection-এর সেই ব্যাগ The Birkin Faubourg-এর লিমিটেড এডিশনের। Hermes-এর সেই ব্যাগের দাম ৮২ থেকে ৯৭ লাখের মধ্যে। বিশ্বজুড়ে সেলেব্রিটিদের হাতে এত দামি ব্যাগ দেখা যায়।