Nargis Fakhri:'টেনে হিঁচড়ে নিয়ে যেত শ্মশানের দিকে', তারপর...রাতের পর রাত কী হত নার্গিসের সঙ্গে?

Last Updated:
Nargis Fakhri: নার্গিস জানিয়েছেন,রাতের পর রাত ঘুমোতে পারতেন না৷ অদ্ভুত সব স্বপ্নে নার্গিস দেখত, ছয় ফুট লম্বা এক পুরুষ টেনে হিঁচড়ে শ্মশানের দিকে অভিনেত্রীকে নিয়ে যাচ্ছে৷ সে মাংস খেত এবং আমাকেও খাওয়ার জন্য বাধ্য করত৷ এভাবেই ভয়ঙ্কর রাতগুলো কাটত নার্গিসের৷
1/5
বলিউড অভিনেত্রী নার্গিস ফকরি-কে এখন আর সেভাবে দেখা যায় না৷ তবে প্রথম ছবিতেই বাজিমাত করেছিলেন অভিনেত্রী৷  রণবীর কাপুর বিপরীতে রকস্টার ছবিতে প্রথমবার বলিউডে ডেবিউ করেছিলেন নার্গিস।
বলিউড অভিনেত্রী নার্গিস ফকরি-কে এখন আর সেভাবে দেখা যায় না৷ তবে প্রথম ছবিতেই বাজিমাত করেছিলেন অভিনেত্রী৷ রণবীর কাপুর বিপরীতে রকস্টার ছবিতে প্রথমবার বলিউডে ডেবিউ করেছিলেন নার্গিস।
advertisement
2/5
নার্গিসের ছকভাঙা অভিনয় করে সকলের মন জিতে নিলেও বি-টাউনে নিজের জায়গা করতে অতটাও সফল হননি নার্গিস৷ ইন্ডাস্ট্রিতে একাধিক সমস্যার মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে৷
নার্গিসের ছকভাঙা অভিনয় করে সকলের মন জিতে নিলেও বি-টাউনে নিজের জায়গা করতে অতটাও সফল হননি নার্গিস৷ ইন্ডাস্ট্রিতে একাধিক সমস্যার মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে৷
advertisement
3/5
তবে শুধু কেরিয়ারে নয়, বরং বাস্তবেও মুম্বইতে ঘর খুঁজতে গিয়ে অদ্ভুত কাণ্ডের মুখোমুখি হতে হয়েছিল নায়িকাকে৷ বান্দ্রার অভিজাত এলাকায় ফ্ল্যাট নেওয়ার পর থেকেই একাধিক ঘটনা ঘটতে থাকে অভিনেত্রীর সঙ্গে৷
তবে শুধু কেরিয়ারে নয়, বরং বাস্তবেও মুম্বইতে ঘর খুঁজতে গিয়ে অদ্ভুত কাণ্ডের মুখোমুখি হতে হয়েছিল নায়িকাকে৷ বান্দ্রার অভিজাত এলাকায় ফ্ল্যাট নেওয়ার পর থেকেই একাধিক ঘটনা ঘটতে থাকে অভিনেত্রীর সঙ্গে৷
advertisement
4/5
নার্গিস জানিয়েছেন,রাতের পর রাত ঘুমোতে পারতেন না৷ অদ্ভুত সব স্বপ্নে নার্গিস দেখত, ছয় ফুট লম্বা এক পুরুষ  টেনে হিঁচড়ে শ্মশানের দিকে অভিনেত্রীকে নিয়ে যাচ্ছে৷ সে মাংস খেত এবং আমাকেও খাওয়ার জন্য বাধ্য করত৷ এভাবেই ভয়ঙ্কর রাতগুলো কাটত  নার্গিসের৷
নার্গিস জানিয়েছেন,রাতের পর রাত ঘুমোতে পারতেন না৷ অদ্ভুত সব স্বপ্নে নার্গিস দেখত, ছয় ফুট লম্বা এক পুরুষ টেনে হিঁচড়ে শ্মশানের দিকে অভিনেত্রীকে নিয়ে যাচ্ছে৷ সে মাংস খেত এবং আমাকেও খাওয়ার জন্য বাধ্য করত৷ এভাবেই ভয়ঙ্কর রাতগুলো কাটত নার্গিসের৷
advertisement
5/5
এই ঘটনার পর ওই ফ্ল্যাট ছেড়ে দিল্লিতে চলে যান অভিনেত্রী৷ নিজের আসবাবপত্রও রেখে আসেন সেখানে৷ অভিনেত্রী পরে জানতে পারেন, তাঁর আলমারি থেকে ছয়টি মৃত পাখি পাওয়া যায়, তবে কী কারণে এই ঘটনাগুলি ঘটেছিল,তার কোনও কারণ জানা নেই নার্গিসের৷
এই ঘটনার পর ওই ফ্ল্যাট ছেড়ে দিল্লিতে চলে যান অভিনেত্রী৷ নিজের আসবাবপত্রও রেখে আসেন সেখানে৷ অভিনেত্রী পরে জানতে পারেন, তাঁর আলমারি থেকে ছয়টি মৃত পাখি পাওয়া যায়, তবে কী কারণে এই ঘটনাগুলি ঘটেছিল,তার কোনও কারণ জানা নেই নার্গিসের৷
advertisement
advertisement
advertisement