‘বরের সঙ্গে এনজয় করতে চাই, তাই ডিম্বাণু ফ্রোজেন রেখেছি’, স্পষ্ট জানালেন মোনা সিং

Last Updated:
সেলিব্রিটি হওয়ার পরে প্রচুর ঝামেলা পোহাতে হয় সেলিব্রিটিদের ৷ একদিকে যেমন, টাকা, জনপ্রিয়তা আসে, তেমনই সেলিব্রিটিকে পড়তে হয়, নানা প্রশ্নের মুখে ৷
1/5
সেলিব্রিটি হওয়ার পরে প্রচুর ঝামেলা পোহাতে হয় সেলিব্রিটিদের ৷ একদিকে যেমন, টাকা, জনপ্রিয়তা আসে, তেমনই সেলিব্রিটিকে পড়তে হয়, নানা প্রশ্নের মুখে ৷
সেলিব্রিটি হওয়ার পরে প্রচুর ঝামেলা পোহাতে হয় সেলিব্রিটিদের ৷ একদিকে যেমন, টাকা, জনপ্রিয়তা আসে, তেমনই সেলিব্রিটিকে পড়তে হয়, নানা প্রশ্নের মুখে ৷
advertisement
2/5
আর বিশেষ করে নায়িকাদের কাছে প্রশ্ন উড়ে আসে বেশিমাত্রায় ! তার ওপর বিবাহিত হলে তো কথাই নেই ৷ কবে মা হতে চলেছেন? এই প্রশ্ন তো নায়িকাদের কাছে আসবেই !
আর বিশেষ করে নায়িকাদের কাছে প্রশ্ন উড়ে আসে বেশিমাত্রায় ! তার ওপর বিবাহিত হলে তো কথাই নেই ৷ কবে মা হতে চলেছেন? এই প্রশ্ন তো নায়িকাদের কাছে আসবেই !
advertisement
3/5
তবে এ ব্যাপারে একেবারেই স্পষ্ট ধারণা সাজিয়ে ফেলেছেন জসসি জ্যায়সি কোই নেহি ধারাবাহিক থেকে জনপ্রিয় হওয়া মোনা সিং ৷ তিনি স্পষ্টই জানিয়েছেন, আপাতত বাচ্চা নয় ৷ লাইফটা এনজয় করতে চাই ৷
তবে এ ব্যাপারে একেবারেই স্পষ্ট ধারণা সাজিয়ে ফেলেছেন জসসি জ্যায়সি কোই নেহি ধারাবাহিক থেকে জনপ্রিয় হওয়া মোনা সিং ৷ তিনি স্পষ্টই জানিয়েছেন, আপাতত বাচ্চা নয় ৷ লাইফটা এনজয় করতে চাই ৷
advertisement
4/5
মোনা সম্প্রতি এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে জানিয়েছেন, ‘পাঁচ বছর আগেই আমার ডিম্বাণু ফ্রোজেন করে রেখেছি ৷ আর পুরোটাই আমার ও আমার স্বামীর সিদ্ধান্ত ৷ বরকে পাশে নিয়ে পৃথিবী দেখতে চাই ৷ তারপর ফ্যামিলি প্ল্যানিং করব ৷ লাইফটাকে উপভোগ করেই সন্তানকে পৃথিবীতে আনতে চাই ৷’
মোনা সম্প্রতি এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে জানিয়েছেন, ‘পাঁচ বছর আগেই আমার ডিম্বাণু ফ্রোজেন করে রেখেছি ৷ আর পুরোটাই আমার ও আমার স্বামীর সিদ্ধান্ত ৷ বরকে পাশে নিয়ে পৃথিবী দেখতে চাই ৷ তারপর ফ্যামিলি প্ল্যানিং করব ৷ লাইফটাকে উপভোগ করেই সন্তানকে পৃথিবীতে আনতে চাই ৷’
advertisement
5/5
ধারাবাহিক থেকে জনপ্রিয়তায় আসা মোনা সিং, প্রথম থেকে বিন্দাস৷ সিনেমার সঙ্গে সঙ্গে ওয়েব সিরিজেও নজর কেড়েছেন মোনা ৷ আপাতত, বরের সঙ্গে ভ্রমণ ও কেরিয়ারকেই গুরুত্ব দিতে চান তিনি ৷
ধারাবাহিক থেকে জনপ্রিয়তায় আসা মোনা সিং, প্রথম থেকে বিন্দাস৷ সিনেমার সঙ্গে সঙ্গে ওয়েব সিরিজেও নজর কেড়েছেন মোনা ৷ আপাতত, বরের সঙ্গে ভ্রমণ ও কেরিয়ারকেই গুরুত্ব দিতে চান তিনি ৷
advertisement
advertisement
advertisement