Miss BumBum 2021: নিতম্বের দাম ১৩ কোটি ! কে এই মডেল? জিতলেন সেরা নিতম্বের খেতাব

Last Updated:
Miss BumBum 2021| nathy kihara: নাথি তাঁর নিতম্বের বিমা করিয়েছেন ১৩ কোটি টাকা দিয়ে।
1/6
নাথি কিহারা। ব্রাজিলের জনপ্রিয় মডেল তিনি। বয়স ৩৫ বছর। দুই সন্তানের মা। সম্প্রতি ব্রাজিলের একটি জনপ্রিয় বিউটি প্রতিযোগিতায় অংশ নেন তিনি। সেখানে তিনি 'মিস বামবাম' পুরস্কার পান। photo source Instagram
নাথি কিহারা। ব্রাজিলের জনপ্রিয় মডেল তিনি। বয়স ৩৫ বছর। দুই সন্তানের মা। সম্প্রতি ব্রাজিলের একটি জনপ্রিয় বিউটি প্রতিযোগিতায় অংশ নেন তিনি। সেখানে তিনি 'মিস বামবাম' পুরস্কার পান। photo source Instagram
2/6
এই প্রতিযোগিতায় দেখা হয় কার নিতম্ব কত সুন্দর। এবং সেই বুঝে পুরস্কার দেওয়া হয়। এই খেতাব জিতে নাথি। তাঁর নিতম্ব পৃথিবীর সব থেকে সুন্দর নিতম্ব। তবে এবার তিনি যা করলেন তা আপনি ভাবতেও পারবেন না!photo source Instagram
এই প্রতিযোগিতায় দেখা হয় কার নিতম্ব কত সুন্দর। এবং সেই বুঝে পুরস্কার দেওয়া হয়। এই খেতাব জিতে নাথি। তাঁর নিতম্ব পৃথিবীর সব থেকে সুন্দর নিতম্ব। তবে এবার তিনি যা করলেন তা আপনি ভাবতেও পারবেন না!photo source Instagram
3/6
গাড়ি, বাড়ি, মোবাইল, এসব কিছুর বিমা হয়। খুব সাধারণ ব্যাপার। কিন্তু শরীরের কোনও অঙ্গের বিমা হয় শুনেছেন কখনও? হয় হয়। photo source Instagram
গাড়ি, বাড়ি, মোবাইল, এসব কিছুর বিমা হয়। খুব সাধারণ ব্যাপার। কিন্তু শরীরের কোনও অঙ্গের বিমা হয় শুনেছেন কখনও? হয় হয়। photo source Instagram
4/6
নাথি তাঁর নিতম্বের বিমা করিয়েছেন ১৩ কোটি টাকা দিয়ে। যদি তাঁর নিতম্বের সামান্য ক্ষতি হয়, তবে এত টাকা পাবেন তিনি! কি আছে তাঁর নিতম্বে? ভেবেই অবাক লাগছে। photo source Instagram
নাথি তাঁর নিতম্বের বিমা করিয়েছেন ১৩ কোটি টাকা দিয়ে। যদি তাঁর নিতম্বের সামান্য ক্ষতি হয়, তবে এত টাকা পাবেন তিনি! কি আছে তাঁর নিতম্বে? ভেবেই অবাক লাগছে। photo source Instagram
5/6
যদিও শরীরের বিভিন্ন অঙ্গের বিমা করাতে পারেন সেলিব্রিটিরা। এর আগে ৪০-এর দশকে পায়ের বিমা করিয়েছিলেন বেটি গারবেল। সাড়ে ৭ কোটি টাকায়। এছাড়াও হলিউডেও অনেকেই আছেন যারা এই ধরণের বিমা করেন। photo source Instagram
যদিও শরীরের বিভিন্ন অঙ্গের বিমা করাতে পারেন সেলিব্রিটিরা। এর আগে ৪০-এর দশকে পায়ের বিমা করিয়েছিলেন বেটি গারবেল। সাড়ে ৭ কোটি টাকায়। এছাড়াও হলিউডেও অনেকেই আছেন যারা এই ধরণের বিমা করেন। photo source Instagram
6/6
তবে নাথির বক্তব্য, তিনি এই প্রজন্মের মায়েদের জন্য একজন উদাহরণ। মেয়েরা চাইলেই সব পারে। নিজের নিতম্বের জন্যই বিখ্যাত হয়েছেন নাথি। তাই এই নিতম্বের সুরক্ষা তাঁর কাছে সবচেয়ে দামি। তবে এখানেই শেষ নয়। নাথি বলেছেন, তিনি স্বাভাবিক ভাবেই নিজের নিতম্বের আয়তন আরও বড় করতে চান। photo source Instagram
তবে নাথির বক্তব্য, তিনি এই প্রজন্মের মায়েদের জন্য একজন উদাহরণ। মেয়েরা চাইলেই সব পারে। নিজের নিতম্বের জন্যই বিখ্যাত হয়েছেন নাথি। তাই এই নিতম্বের সুরক্ষা তাঁর কাছে সবচেয়ে দামি। তবে এখানেই শেষ নয়। নাথি বলেছেন, তিনি স্বাভাবিক ভাবেই নিজের নিতম্বের আয়তন আরও বড় করতে চান। photo source Instagram