"মাকে যখন অন্য হিরোর সঙ্গে দেখি"....কথা বলতে বলতে আবেগতাড়িত হলেন মিঠুন পুত্র
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
সাংসারিক জীবনে তিনি খুবই সফল৷ চার সন্তান নিয়ে তিনি সুখে শান্তিতে মিঠুন ঘরণী হয়ে কাটাচ্ছেন৷ এর আগে তিনি কিশোর কুমারকে বিয়ে করলেও বেশি দিন সংসার করতে পারেননি৷
advertisement
এই সবের মধ্যেই খোলামেলা ভাবে তাঁর মা, অভিনেত্রী যোগিতা বালিকে নিয়ে কথা বললেন নমাশি। সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে তিনি জানান যে সকলে তাঁর কাছে বাবার কথা জিজ্ঞাসা করেন কিন্তু তিনি চান যে লোকে তাঁর মায়ের কথাও তাঁর থেকে জিজ্ঞাসা করুন৷ কারণ তাঁর বাবা মিঠুন যেমন খুবই প্রতিষ্ঠিত অভিনেতা, তাঁর মা যোগিতা বালিও ছিলেন নামী নায়িকা৷
advertisement
advertisement
অভিনেতা বলেন, 'অধিকাংশ মানুষ আমাকে শুধু আমার বাবা সম্পর্কে প্রশ্ন করেন।আমার মা তাঁর সময়ের একজন দুর্দান্ত অভিনেত্রী হলেও কেউ কখনও আমার মায়ের কথা বলেনি। কিন্তু প্রায়ই মানুষ শুধু বাবা সম্পর্কে জানতে চায়। আমার মায়ের সঙ্গে আমার খুব বিশেষ সম্পর্ক রয়েছে। একটা আলাদা বন্ধন আছে। তিনি আমাদের পরিবারকে এক করে রেখেছেন।
advertisement
advertisement
advertisement
advertisement