Mithu Mukherjee: ঢলঢল নিটোল মুখ..., চোখে 'বিদ্যুৎ' চাউনি! অকালে হারিয়ে গেলেন Superhit ছবির নায়িকা মিঠু মুখোপাধ্যায়
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Mithu Mukherjee: কেরিয়ারের মধ্যগগনেই হারিয়ে গিয়েছিলেন এই নায়িকা? কোথায় এখন তিনি? সেদিনের সেই ঢলঢল মুখের নায়িকাকে আজ দেখলে কিন্তু চেনাই কঠিন...
বাংলার এক সময়ের হিট নায়িকা মিঠু মুখোপাধ্যায়৷ আজ কোনও চরিত্রে তাঁকে আর দেখা যায় না। মর্জিনা আবদুল্লা সিনেমায় মর্জিনা চরিত্রে তাঁর অভিনয় হোক বা মৌচাক ছবিতে তাঁর সেই 'বেশ করেছি প্রেম করেছি গান' কোনও দিনই ভুলতে পারবেন না বাংলার দর্শক৷ ঠিক যেন পাশের বাড়ির মিষ্টি মেয়েটি, এমনই ইমেজ ছিল মিঠু মুখোপাধ্যায়ের৷
advertisement
‘বেশ করেছি প্রেম করেছি, করবই তো’! এক মিষ্টি মেয়ে ছাদে ঘুরে ঘুরে গাইছেন। আর তরুণ রঞ্জিত মল্লিক জানলা দিয়ে মুগ্ধ হয়ে দেখছেন। সিনেপ্রেমী বাঙালির কাছে অত্যন্ত পরিচিত এক দৃশ্য। কিংবা হাতে ঝাঁটা নিয়ে নেচে নেচে ‘মার ঝাড়ু মার ঝাড়ু’। কালজয়ী এই সব সিনেমার সঙ্গেই জড়িয়ে রয়েছে একটি নাম, মিঠু মুখোপাধ্যায়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
কিন্তু যে হারে তিনি জনপ্রিয়তা পেয়েছিলেন, ততটা কিন্তু পর্দায় দেখা যায়নি মিঠু মুখোপাধ্যায়কে। মাত্র কয়েকটি ছবিতে অভিনয় করেই যেন হারিয়ে যান তিনি। এত সুন্দরী একজন অভিনেত্রী, একই সঙ্গে প্রতিভাবান। যতদিন অভিনয় করেছেন ততদিন থেকেছেন প্রথম সারিতে। পেশাগত জীবনে মাত্র হাতে গোনা ছবি, যদিও আশ্চর্যজনকভাবে প্রতিটাই হিট। তবুও হারিয়ে গেলেন কেন মিঠু মুখোপাধ্যায়? দর্শকরা কেন বঞ্চিত হলেন তাঁর অভিনয় থেকে?
advertisement
শোনা যায়, বলিউডে গিয়েই ভুলটা করেছিলেন মিঠু মুখোপাধ্যায়। পরপর ছবি করেছিলেন ঠিকই, কিন্তু বাংলা ছবির মতো গুরুত্ব সেখানে পাননি তিনি। যতদিনে সেটা বুঝতে পারেন, ততদিনে বাংলা ইন্ডাস্ট্রিতেও তাঁর জায়গা হারিয়ে যায়। মিঠু মুখোপাধ্যায়কে শেষ বার পর্দায় দেখা গিয়েছে ‘আশ্রিতা’ ছবিতে। অদ্ভূত ভাবে কেরিয়ারের শেষ ছবিতেও নিজের প্রতিভার ছটা দেখিয়ে মুগ্ধ করেছেন এই অভিনেত্রী।
advertisement