Meyebela 2: ফিরছে মেয়েবেলা ২? অর্পণ-স্বীকৃতির আচমকা পোস্টে টলিপাড়ায় বিরাট ঝড়... কবে দেখা যাবে ডোডো-মৌকে?
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Meyebela 2: শুরু হওয়ার ছয় মাসের ভিতরেই বন্ধ হয়ে যায় মেয়েবেলা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
মন খারাপের রেশ রেখেই শেষ হয়েছে মেয়েবেলা। দর্শক নয়, মন খারাপ কাজ করছে ছবির কলা-কুশলীদের। মেয়েবেলা শেষের পর আবেগঘন পোস্ট করেছেন প্রধান অভিনেত্রী স্বীকৃতি মজুমদার। এর আগে শান্টু-পূর্ণা জুটি যেমন দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল, তেমনই তুমুল চাহিদা ছিল মৌ-ডোডো দার। একটু অন্য়রকমভাবেই শেষ হয়েছে ধারাবাহিক।
advertisement
advertisement
এই মুহূর্তে অনেকেই ছোট গণ্ডি ছেড়ে বড় পর্দায় কাজ শুরু করছেন। সৌমিতৃষা এবং দেবচন্দ্রিমা তার অন্যতম উদাহরণ। সেই পথেই কি এ বার হাঁটছেন স্বীকৃতিও? সূত্রের খবর, বেশ কিছু নতুন কাজের কথা হয়েছে তাঁর। তার মধ্যে রয়েছে OTT এবং সিনেমা। এই মুহূর্তে অন্তত চার-পাঁচ মাস কোনও কাজ করবেন না স্বীকৃতি। মেয়েবেলা শেষ হওয়ার পরেই ছুটি কাটাতে উড়ে গিয়েছেন মৌ।
advertisement
advertisement