Tollywood News: ছোট পর্দা থেকে গায়েব! নতুন অধ্যায় শুরু করলেম 'মেম বউ' বিনীতা! কাকে বিয়ে করলেন নায়িকা

Last Updated:
Tollywood News: গতে বাঁধা জাঁকজমক নয়, বরং কিছুটা আলাদা ভাবেই নতুন জীবনে পা রাখলেন বিনীতা। বৃন্দাবনে ধর্মীয় স্থানে বিয়ে করলেন তাঁরা।
1/5
জীবনের নতুন অধ্যায় শুরু করলেন 'মেম বউ' খ্যাত বিনীতা চট্টোপাধ্যায়। দীর্ঘ দিনের প্রেমিক বিশালকে বিয়ে করলেন তিনি।
জীবনের নতুন অধ্যায় শুরু করলেন 'মেম বউ' খ্যাত বিনীতা চট্টোপাধ্যায়। দীর্ঘ দিনের প্রেমিক বিশালকে বিয়ে করলেন তিনি।
advertisement
2/5
গতে বাঁধা জাঁকজমক নয়, বরং কিছুটা আলাদা ভাবেই নতুন জীবনে পা রাখলেন বিনীতা। বৃন্দাবনে ধর্মীয় স্থানে বিয়ে করলেন তাঁরা।
গতে বাঁধা জাঁকজমক নয়, বরং কিছুটা আলাদা ভাবেই নতুন জীবনে পা রাখলেন বিনীতা। বৃন্দাবনে ধর্মীয় স্থানে বিয়ে করলেন তাঁরা।
advertisement
3/5
সেখানেই যমুনাবক্ষে নৌকায় গায়ে হলুদ সেরেছেন তাঁরা। বিনীতা-বিশালকে ঘিরেছিলেন তাঁদের কাছের মানুষেরা।
সেখানেই যমুনাবক্ষে নৌকায় গায়ে হলুদ সেরেছেন তাঁরা। বিনীতা-বিশালকে ঘিরেছিলেন তাঁদের কাছের মানুষেরা।
advertisement
4/5
২০১৬ সালে স্টার জলসায় মেম বউ ধারাবাহিক দিয়ে অভিনয়ে হাতেখড়ি হয়েছিল বিনীতার। সেই ধারাবাহিক জনপ্রিয় হলেও আর অভিনয় করেননি তিনি।
২০১৬ সালে স্টার জলসায় মেম বউ ধারাবাহিক দিয়ে অভিনয়ে হাতেখড়ি হয়েছিল বিনীতার। সেই ধারাবাহিক জনপ্রিয় হলেও আর অভিনয় করেননি তিনি।
advertisement
5/5
জানা গিয়েছে, বছর শেষে নভেম্বরে ফের সাতপাকে বাঁধা পড়বেন বিনীতা-বিশাল। অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে।
জানা গিয়েছে, বছর শেষে নভেম্বরে ফের সাতপাকে বাঁধা পড়বেন বিনীতা-বিশাল। অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে।
advertisement
advertisement
advertisement