আম্রপালি দুবে ভোজপুরী সিনেমা দিয়েই কেরিয়ারের শুরু করেন। ভোজপুরী ছবিতে কাজ করার জন্য জাতীয় পুরস্কারও জিতে নেন তিনি। (Image: Instagram)
2/ 10
অন্তরা বিশ্বাস ওরফে মোনালিসা কলকাতার মেয়ে। টলিউডে তেমন কিছু জমেনি কেরিয়ার। তাই তিনি চলে যান ভোজপুরী ছবিতে। আর সেখানেই যেতেই সাফল্য তাঁর হাতের মুঠোয় চলে আসে। সুপার ডুপার হিট নায়িকা তিনি। (Image: Instagram)
3/ 10
অক্ষরা সিং। ভোজপুরী ছবি দিয়েই কেরিয়ারের শুরু। একের পর এক হিট ছবি রয়েছে এই নায়িকার ঝুলিতে। নায়িকার মিষ্টি হাসিতে মেতে দর্শক। (Image: Instagram)
4/ 10
রানি চট্টোপাধ্যায় ২০০৩ সালে ভোজপুরী ছবিতে নিজের কেরিয়ার শুরু করেন। কাজ শুরু করেই জনপ্রিয় হন তিনি। ভোজপুরী ছাড়াও পাঞ্জাবী ছবিতে কাজ করেছেন তিনি। (Image: Instagram)
5/ 10
রিঙ্কু ঘোষ ভোজপুরী ছবির ড্রিম গার্ল। তাঁর রূপে মেতে গোটা সিনেমা মহল। ১৯৯৬ সালে মিস মুম্বই হয়েছিলেন রিঙ্কু। তারপরেই ভোজপুরীতে কাজ শুরু তাঁর। (Image: Instagram)
6/ 10
সুইটি ছাবড়া ভোজপুরীতে দারুণ জনপ্রিয়। তবে শুধু ভোজপুরী নয় সাউথে এবং পাঞ্জাবের ছবিতেও কাজ করেছেন তিনি। (Image: Instagram)
7/ 10
সুভি শর্মা ২০০৮ সালে তাঁর কেরিয়ার শুরু করেন ভোজপুরী ইন্ডাষ্ট্রিতে। একের পর এক হিট রয়েছে এই নায়িকার। (Image: Instagram)
8/ 10
ভোজপুরী সিনেমার রানি নেহা শ্রী। একের পর এক হিট ছবি রয়েছে তাঁর। এখন শুধু তিনি সিনেমা করেন না, বরং তিনি এখন একজন সফল ছবি প্রযোজক। ভোজপুরী ও রাজস্থানি ছবির প্রযোজক তিনি। (Image: Instagram)
9/ 10
সীমা সিং। জনপ্রিয় ভোজপুরী নায়িকা। তাঁকে বলা হয় আইটেম কুইন। ভোজপুরী ছবির সেনশেসন তিনি। (Image: Instagram)
10/ 10
গুঞ্জন পন্থ ভোজপুরী ছবির সব থেকে দক্ষ অভিনেত্রী। বহু ভোজপুরী ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। সামনে বেশ কিছু ছবির কাজ রয়েছে তাঁর হাতে। (Image: Instagram)
অন্তরা বিশ্বাস ওরফে মোনালিসা কলকাতার মেয়ে। টলিউডে তেমন কিছু জমেনি কেরিয়ার। তাই তিনি চলে যান ভোজপুরী ছবিতে। আর সেখানেই যেতেই সাফল্য তাঁর হাতের মুঠোয় চলে আসে। সুপার ডুপার হিট নায়িকা তিনি। (Image: Instagram)
রানি চট্টোপাধ্যায় ২০০৩ সালে ভোজপুরী ছবিতে নিজের কেরিয়ার শুরু করেন। কাজ শুরু করেই জনপ্রিয় হন তিনি। ভোজপুরী ছাড়াও পাঞ্জাবী ছবিতে কাজ করেছেন তিনি। (Image: Instagram)
রিঙ্কু ঘোষ ভোজপুরী ছবির ড্রিম গার্ল। তাঁর রূপে মেতে গোটা সিনেমা মহল। ১৯৯৬ সালে মিস মুম্বই হয়েছিলেন রিঙ্কু। তারপরেই ভোজপুরীতে কাজ শুরু তাঁর। (Image: Instagram)
ভোজপুরী সিনেমার রানি নেহা শ্রী। একের পর এক হিট ছবি রয়েছে তাঁর। এখন শুধু তিনি সিনেমা করেন না, বরং তিনি এখন একজন সফল ছবি প্রযোজক। ভোজপুরী ও রাজস্থানি ছবির প্রযোজক তিনি। (Image: Instagram)
গুঞ্জন পন্থ ভোজপুরী ছবির সব থেকে দক্ষ অভিনেত্রী। বহু ভোজপুরী ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। সামনে বেশ কিছু ছবির কাজ রয়েছে তাঁর হাতে। (Image: Instagram)