Tollywood News : এবার বাংলা সিনেমায় মরাঠি অভিনেতা! শাহরুখের সহ-অভিনেতা, কাজ করেছেন ক্রিস হেমসওয়ার্থের সঙ্গেও
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
শাহরুখ খানের সহ-অভিনেতা উমাকান্ত পালিত এবার বাংলা ছবিতে, তিনি কাজ করেছেন ক্রিস হেমসওয়ার্থের সঙ্গেও। 'জাওয়ান', 'গাঙ্গুবাই কাথিয়াবাড়ি', 'মলং'-সহ বেশ কিছু বলিউড ছবির পাশাপাশি কাজ করেছেন 'এক্সট্রাকশন'-এও। আর এবার তাঁকে তথাগত মুখোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে 'ভামীনি' ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে।
শাহরুখ খানের সহ-অভিনেতা উমাকান্ত পালিত এবার বাংলা ছবিতে, তিনি কাজ করেছেন ক্রিস হেমসওয়ার্থের সঙ্গেও। 'জাওয়ান', 'গাঙ্গুবাই কাথিয়াবাড়ি', 'মলং'-সহ বেশ কিছু বলিউড ছবির পাশাপাশি কাজ করেছেন 'এক্সট্রাকশন'-এও। আর এবার তাঁকে তথাগত মুখোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে 'ভামীনি' ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে।
advertisement
advertisement
advertisement
হঠাৎ শহরে নিয়ম বহির্ভূত ভাবে এক ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয় একটি ভাইরাসের এর উপর। যার প্রভাবে অনেক বাচ্চা মেয়ে ও মহিলা ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢোলে পড়ে। সুহিতা ও তার দল এর বিরুদ্ধে লড়াই শুরু করে। তাকে সাহায্যের হাত বাড়িয়ে দের সুহিতার বন্ধু ও কলিগ কমল এবং স্পেশ্যাল পুলিশ অফিসার ইন্দ্র। সুহিতারা কি পারবে এই চক্রের মাথা কে খুঁজে বের করতে?
advertisement