Jagjit Singh's Birth Anniversary: মর্মান্তিক! মৃত ছেলেকে পেতে ঘুষ, সৎ মেয়েকে দাহ... জগজিতের গানের মতো বেদনা ঝরে পড়ে জীবনেও

Last Updated:
Jagjit Singh's Son Death: সম্প্রতি অনুপম খেরের সঙ্গে আলাপচারিতায় ‘সারাংশ’ সিনেমা নিয়ে কথা বলছিলেন মহেশ। তখনই জগজিতের পুত্রের মৃত্যুর কথা ওঠে।
1/12
জগজিৎ সিংয়ের ছেলের মৃত্যু নিয়ে মুখ খুললেন পরিচালক মহেশ ভাট। ১৯৯০ সালে ছেলে বিবেক সিংকে হারান গজল-সম্রাট। মাত্র ২০ বছর বয়সে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর।
জগজিৎ সিংয়ের ছেলের মৃত্যু নিয়ে মুখ খুললেন পরিচালক মহেশ ভাট। ১৯৯০ সালে ছেলে বিবেক সিংকে হারান গজল-সম্রাট। মাত্র ২০ বছর বয়সে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর।
advertisement
2/12
সম্প্রতি অনুপম খেরের সঙ্গে আলাপচারিতায় ‘সারাংশ’ সিনেমা নিয়ে কথা বলছিলেন মহেশ। তখনই জগজিতের পুত্রের মৃত্যুর কথা ওঠে।
সম্প্রতি অনুপম খেরের সঙ্গে আলাপচারিতায় ‘সারাংশ’ সিনেমা নিয়ে কথা বলছিলেন মহেশ। তখনই জগজিতের পুত্রের মৃত্যুর কথা ওঠে।
advertisement
3/12
মহেশ বলেছেন, গাড়ি দুর্ঘটনায় যখন ছেলের মৃত্যু হল তখন ‘সারাংশ’ ছবিতে কাজ করছেন জগজিৎ। সেই সময় তাঁর কাজেও ফুটে উঠেছিল পুত্রশোক।
মহেশ বলেছেন, গাড়ি দুর্ঘটনায় যখন ছেলের মৃত্যু হল তখন ‘সারাংশ’ ছবিতে কাজ করছেন জগজিৎ। সেই সময় তাঁর কাজেও ফুটে উঠেছিল পুত্রশোক।
advertisement
4/12
কিন্তু এরপর মহেশ যা বলেন তাতে চমকে উঠতে হয়। বলিউডের বর্ষীয়ান পরিচালক জানান, ছেলের মৃতদেহ পাওয়ার জন্য ঘুষ দিতে হয়েছিল গজল সম্রাটকে।
কিন্তু এরপর মহেশ যা বলেন তাতে চমকে উঠতে হয়। বলিউডের বর্ষীয়ান পরিচালক জানান, ছেলের মৃতদেহ পাওয়ার জন্য ঘুষ দিতে হয়েছিল গজল সম্রাটকে।
advertisement
5/12
মহেশ ভাট বলেছেন, ‘মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় জগজিৎ সিংয়ের ছেলের। পরে তিনি আমাকে বলেছিলেন, ছেলের মৃতদেহ পেতে জুনিয়র অফিসারদের ঘুষ দিতে হয়েছিল। তখনই তিনি ‘সারাংশ’-এর বক্তব্য বুঝেছিলেন।
মহেশ ভাট বলেছেন, ‘মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় জগজিৎ সিংয়ের ছেলের। পরে তিনি আমাকে বলেছিলেন, ছেলের মৃতদেহ পেতে জুনিয়র অফিসারদের ঘুষ দিতে হয়েছিল। তখনই তিনি ‘সারাংশ’-এর বক্তব্য বুঝেছিলেন।
advertisement
6/12
মৃতদেহ পাওয়ার জন্যও একজন সাধারণ মানুষকে কতটা লড়াই লড়তে হয়। এসবই ছবির জীবন্ত রেফারেন্স পয়েন্ট’। জগজিতের ছেলের মৃত্যুর পর তাঁর স্ত্রী তথা জনপ্রিয় গায়িকা চিত্রা সিং গান গাওয়া ছেড়ে দেন।
মৃতদেহ পাওয়ার জন্যও একজন সাধারণ মানুষকে কতটা লড়াই লড়তে হয়। এসবই ছবির জীবন্ত রেফারেন্স পয়েন্ট’। জগজিতের ছেলের মৃত্যুর পর তাঁর স্ত্রী তথা জনপ্রিয় গায়িকা চিত্রা সিং গান গাওয়া ছেড়ে দেন।
advertisement
7/12
চিত্রার আগের পক্ষের মেয়ে মনিকা পাঁচ বছর বয়স থেকে জগজিতের সঙ্গে ছিলেন। ২০০৯ সালে বিবাহ সংক্রান্ত সমস্যার কারণে আত্মহত্যা করেন মনিকাও।
চিত্রার আগের পক্ষের মেয়ে মনিকা পাঁচ বছর বয়স থেকে জগজিতের সঙ্গে ছিলেন। ২০০৯ সালে বিবাহ সংক্রান্ত সমস্যার কারণে আত্মহত্যা করেন মনিকাও।
advertisement
8/12
মঙ্গলবার সারাংশের মুক্তির ৪০ বছর পূর্ণ হল। এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন অনুপম খের এবং রোহিনী হাত্তাঙ্গদি। মহারাষ্ট্রের এক বয়স্ক দম্পতিকে ঘিরে আবর্তিত হয়েছে সিনেমা।
মঙ্গলবার সারাংশের মুক্তির ৪০ বছর পূর্ণ হল। এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন অনুপম খের এবং রোহিনী হাত্তাঙ্গদি। মহারাষ্ট্রের এক বয়স্ক দম্পতিকে ঘিরে আবর্তিত হয়েছে সিনেমা।
advertisement
9/12
এই দম্পতি তাঁদের একমাত্র ছেলেকে হারিয়েছেন। ছবির প্রতিটা পরতে ঘিরে থাকে দুঃখ, বার্ধক্য, উদ্বেগ, একাকিত্ব। সঙ্গে তুলে ধরে সরকারি দুর্নীতি।
এই দম্পতি তাঁদের একমাত্র ছেলেকে হারিয়েছেন। ছবির প্রতিটা পরতে ঘিরে থাকে দুঃখ, বার্ধক্য, উদ্বেগ, একাকিত্ব। সঙ্গে তুলে ধরে সরকারি দুর্নীতি।
advertisement
10/12
‘সারাংশ’ সিনেমা দিয়েই বলিউডে পা রাখেন অনুপম খের। সমালোচকরা বলেন, অনুপম অভিনীত সেরা চরিত্রগুলোর মধ্যে এটা অন্যতম। সেই সময় অভিনেতার বয়স ছিল ২৮ বছর। আর তাঁর অভিনীত চরিত্রের বয়স ৬০।
‘সারাংশ’ সিনেমা দিয়েই বলিউডে পা রাখেন অনুপম খের। সমালোচকরা বলেন, অনুপম অভিনীত সেরা চরিত্রগুলোর মধ্যে এটা অন্যতম। সেই সময় অভিনেতার বয়স ছিল ২৮ বছর। আর তাঁর অভিনীত চরিত্রের বয়স ৬০।
advertisement
11/12
সেরা গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় সারাংশ। ফিল্মফেয়ারে সেরা অভিনেতার পুরস্কার জেতেন অনুপম। সেরা গল্পের পুরস্কার পান মহেশ ভাট।
সেরা গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় সারাংশ। ফিল্মফেয়ারে সেরা অভিনেতার পুরস্কার জেতেন অনুপম। সেরা গল্পের পুরস্কার পান মহেশ ভাট।
advertisement
12/12
সারাংশের পরে, অনুপম খের এবং মহেশ ভাট ‘ড্যাডি’, ‘দিল হ্যায় কি মানতা নেহি’-সহ বেশ কয়েকটি ছবিতে একসঙ্গে কাজ করেছেন।
সারাংশের পরে, অনুপম খের এবং মহেশ ভাট ‘ড্যাডি’, ‘দিল হ্যায় কি মানতা নেহি’-সহ বেশ কয়েকটি ছবিতে একসঙ্গে কাজ করেছেন।
advertisement
advertisement
advertisement