Mahalakshmi-Ravichandran: আমরা একে অপরের জন্য জন্মাইনি, ২য় বিয়ের পর এ কথা কেন বললেন মহালক্ষ্মী-রবীন্দ্র!

Last Updated:
Mahalakshmi-Ravichandran: প্রযোজক এবং নায়িকার, দু'জনেরই এটি দ্বিতীয় বিয়ে। মহালক্ষ্মীর এক ছেলেও রয়েছে আগের পক্ষের স্বামীর সঙ্গে। বিচ্ছেদের পর একে অপরের প্রেমে পড়েছেন যুগল। সেই প্রেম যে বয়স বা চেহারার উর্ধে, তা বলার অপেক্ষা রাখে না।
1/8
'উই আর নট মেড ফর ইচ আদার, উই আর ম্যাড ফর ইচ আদার।' অর্থাৎ আমরা একে অপরের জন্য জন্মাইনি, একে অপরের জন্য পাগল। এমনই বার্তা ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। যার কেন্দ্রে রয়েছেন মহালক্ষ্মী এবং রবীন্দ্র চন্দ্রশেখরন।
'উই আর নট মেড ফর ইচ আদার, উই আর ম্যাড ফর ইচ আদার।' অর্থাৎ আমরা একে অপরের জন্য জন্মাইনি, একে অপরের জন্য পাগল। এমনই বার্তা ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। যার কেন্দ্রে রয়েছেন মহালক্ষ্মী এবং রবীন্দ্র চন্দ্রশেখরন।
advertisement
2/8
দক্ষিণী অভিনেত্রী ও প্রযোজক বিয়ে সেরেছেন মাস কয়েক আগে। কিন্তু শুভ দিনে সমালোচনায় বিদ্ধ হতে হল নায়িকাকে। কখনও তাঁকে বলা হল, তিনি অন্ধ। কখনও বলা হল, মহালক্ষ্মী গোল্ডডিগার অর্থাৎ টাকার পিছনে ছোটেন।
দক্ষিণী অভিনেত্রী ও প্রযোজক বিয়ে সেরেছেন মাস কয়েক আগে। কিন্তু শুভ দিনে সমালোচনায় বিদ্ধ হতে হল নায়িকাকে। কখনও তাঁকে বলা হল, তিনি অন্ধ। কখনও বলা হল, মহালক্ষ্মী গোল্ডডিগার অর্থাৎ টাকার পিছনে ছোটেন।
advertisement
3/8
কারণ তাঁদের প্রেম, আদরে মাখা ছবিগুলিতে অধিকাংশের নজর পড়েছে নায়িকার স্বামীর চেহারায়। তথাকথিত সৌন্দর্যের সংজ্ঞায় না পড়তেই মহালক্ষ্মীর স্বামীকে নিয়ে হাসি ঠাট্টা শুরু।
কারণ তাঁদের প্রেম, আদরে মাখা ছবিগুলিতে অধিকাংশের নজর পড়েছে নায়িকার স্বামীর চেহারায়। তথাকথিত সৌন্দর্যের সংজ্ঞায় না পড়তেই মহালক্ষ্মীর স্বামীকে নিয়ে হাসি ঠাট্টা শুরু।
advertisement
4/8
নেটিজেনদের একাংশের বক্তব্য, রবীন্দ্রর কাছে টাকা আছে বলেই মহালক্ষ্মী তাঁকে বিয়ে করেছেন। এমনই সময় রবীন্দ্রর পোস্ট করা একটি পুরনো ছবি হঠাৎই ভাইরাল হয়ে যায়। যেখানে এই ট্রোলের সপাট জবাব রয়েছে যেন।
নেটিজেনদের একাংশের বক্তব্য, রবীন্দ্রর কাছে টাকা আছে বলেই মহালক্ষ্মী তাঁকে বিয়ে করেছেন। এমনই সময় রবীন্দ্রর পোস্ট করা একটি পুরনো ছবি হঠাৎই ভাইরাল হয়ে যায়। যেখানে এই ট্রোলের সপাট জবাব রয়েছে যেন।
advertisement
5/8
তাঁদের বিয়ের একটি ছবি। লাল লহেঙ্গায় মহালক্ষ্মী। সাদা কুর্তা পাজামায় রবীন্দ্র। স্বামীর হাত ধরে নায়িকা। সেখানে লেখা, 'উই আর নট মেড ফর ইচ আদার, উই আর ম্যাড ফর ইচ আদার।'
তাঁদের বিয়ের একটি ছবি। লাল লহেঙ্গায় মহালক্ষ্মী। সাদা কুর্তা পাজামায় রবীন্দ্র। স্বামীর হাত ধরে নায়িকা। সেখানে লেখা, 'উই আর নট মেড ফর ইচ আদার, উই আর ম্যাড ফর ইচ আদার।'
advertisement
6/8
প্রযোজক এবং নায়িকার, দু'জনেরই এটি দ্বিতীয় বিয়ে। মহালক্ষ্মীর এক ছেলেও রয়েছে আগের পক্ষের স্বামীর সঙ্গে। বিচ্ছেদের পর একে অপরের প্রেমে পড়েছেন যুগল। সেই প্রেম যে বয়স বা চেহারার উর্ধে, তা বলার অপেক্ষা রাখে না।
প্রযোজক এবং নায়িকার, দু'জনেরই এটি দ্বিতীয় বিয়ে। মহালক্ষ্মীর এক ছেলেও রয়েছে আগের পক্ষের স্বামীর সঙ্গে। বিচ্ছেদের পর একে অপরের প্রেমে পড়েছেন যুগল। সেই প্রেম যে বয়স বা চেহারার উর্ধে, তা বলার অপেক্ষা রাখে না।
advertisement
7/8
প্রথম স্বামী অনিলের সঙ্গে বিয়ের পর থেকেই দাম্পত্যকলহ লেগেই থাকত। ২০১৯ সালেই তাঁদের পথ আলাদা হয়ে যায়। প্রায় তিন বছর পর রীতি মেনেই ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুবান্ধবের উপস্থিতিতে শুভ কাজ সেরেছেন মহালক্ষ্মী এবং রবীন্দ্র।
প্রথম স্বামী অনিলের সঙ্গে বিয়ের পর থেকেই দাম্পত্যকলহ লেগেই থাকত। ২০১৯ সালেই তাঁদের পথ আলাদা হয়ে যায়। প্রায় তিন বছর পর রীতি মেনেই ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুবান্ধবের উপস্থিতিতে শুভ কাজ সেরেছেন মহালক্ষ্মী এবং রবীন্দ্র।
advertisement
8/8
তাঁদের আদুরে ছবি দেখে এ কথা স্পষ্ট, একে অপরের সঙ্গে সুখে রয়েছেন তাঁরা। সে কথা নিজেরাও একাধিক বার ক্যাপশনের মাধ্যমে ভক্তদের জানিয়েছেন। এবং নিন্দকদের মুখে ছাই ফেলে সেই ভালবাসারই জয়গান গেয়েছেন বারবার।
তাঁদের আদুরে ছবি দেখে এ কথা স্পষ্ট, একে অপরের সঙ্গে সুখে রয়েছেন তাঁরা। সে কথা নিজেরাও একাধিক বার ক্যাপশনের মাধ্যমে ভক্তদের জানিয়েছেন। এবং নিন্দকদের মুখে ছাই ফেলে সেই ভালবাসারই জয়গান গেয়েছেন বারবার।
advertisement
advertisement
advertisement