Lisa Haydon : লিজার জলকেলী! বালির সমুদ্রে অভিনেত্রীর সার্ফিং দেখে ঘুম উড়েছে নেটিজেনের

Last Updated:
Lisa Haydon : সমুদ্রের ধারেই তাঁর অদ্ভুত জীবন যাপন। আর তাই দেখে মুগ্ধ নেটিজেন।
1/10
বিকিনিই যেন তাঁর পোশাক। নীল সাগরে সার্ফিং করলেন লিজা হেডেন। অভিনেত্রীর ছবিতে ঝড় নেট দুনিয়ায়।
বিকিনিই যেন তাঁর পোশাক। নীল সাগরে সার্ফিং করলেন লিজা হেডেন। অভিনেত্রীর ছবিতে ঝড় নেট দুনিয়ায়।
advertisement
2/10
বালির সমুদ্রে লিজার সার্ফিং। বোঝাই যায় অভিনেত্রী কতটা পারদর্শী।
বালির সমুদ্রে লিজার সার্ফিং। বোঝাই যায় অভিনেত্রী কতটা পারদর্শী।
advertisement
3/10
সবুজ রঙের মোনোকিনিতে সমুদ্রে ঝড় তুলেছেন লিজা।
সবুজ রঙের মোনোকিনিতে সমুদ্রে ঝড় তুলেছেন লিজা।
advertisement
4/10
বোহেমিয়ান জীবনযাপন করেন পরিবারের সঙ্গে। সমুদ্রের ধারেই কাটে লিজার সুসময়।
বোহেমিয়ান জীবনযাপন করেন পরিবারের সঙ্গে। সমুদ্রের ধারেই কাটে লিজার সুসময়।
advertisement
5/10
সম্প্রতি কোলে একরত্তি মেয়েকে নিয়ে সাদা বিকিনিতে ধরা দিলেন অভিনেত্রী। যদিও মেয়ের মুখ প্রকাশ্যে আনেননি তিনি। মুখের উপরে একটি ইমোজি লাগিয়ে রেখেছেন তিনি।
সম্প্রতি কোলে একরত্তি মেয়েকে নিয়ে সাদা বিকিনিতে ধরা দিলেন অভিনেত্রী। যদিও মেয়ের মুখ প্রকাশ্যে আনেননি তিনি। মুখের উপরে একটি ইমোজি লাগিয়ে রেখেছেন তিনি।
advertisement
6/10
ক্যুইন ছবিতে বিশেষ নজর কেড়েছিলেন লিজা। তাঁর অভিনয়ও বেশ প্রশংসা পেয়েছিল।
ক্যুইন ছবিতে বিশেষ নজর কেড়েছিলেন লিজা। তাঁর অভিনয়ও বেশ প্রশংসা পেয়েছিল।
advertisement
7/10
লাল রঙের প্রিন্টেড বিকিনিতে লাস্যময়ী লিজা হেডেন। অভিনেত্রীর লুক রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে।
লাল রঙের প্রিন্টেড বিকিনিতে লাস্যময়ী লিজা হেডেন। অভিনেত্রীর লুক রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে।
advertisement
8/10
সাদা বিকিনিতে জলকেলী লিজা হেডেনের। অভিনেত্রী তাঁর বোল্ড অবতারের জন্য বেশ জনপ্রিয়।
সাদা বিকিনিতে জলকেলী লিজা হেডেনের। অভিনেত্রী তাঁর বোল্ড অবতারের জন্য বেশ জনপ্রিয়।
advertisement
9/10
সমুদ্রের ধারেই তাঁর অদ্ভুত জীবন যাপন। আর তাই দেখে মুগ্ধ নেটিজেন।
সমুদ্রের ধারেই তাঁর অদ্ভুত জীবন যাপন। আর তাই দেখে মুগ্ধ নেটিজেন।
advertisement
10/10
রাস্ট রঙের বিকিনিতে বেবি বাম্প লিডা হেডেনের। এই ছবি পারদ চড়িয়েছে নেট দুনিয়ায়।
রাস্ট রঙের বিকিনিতে বেবি বাম্প লিডা হেডেনের। এই ছবি পারদ চড়িয়েছে নেট দুনিয়ায়।
advertisement
advertisement
advertisement