৭ বছর বাদে পর্দায় বরুণ-কৃতি জুটি, 'ভেড়িয়া'-র প্রচারে কৃতি শ্যাননের নজরকাড়া লুক ভাইরাল

Last Updated:
মঙ্গলবার 'ভেড়িয়া'-র প্রচারে কলকাতায় এসেছিলেন বরুণ ধওয়ান এবং কৃতি শ্যানন। আরও বড় চমক, সাংবাদিক সম্মেলনে হাজির হয়েছিলেন খোদ টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
1/10
আপাতত কৃতি ব্যস্ত আগামী ছবি 'ভেড়িয়া'র প্রচারে!
আপাতত কৃতি ব্যস্ত আগামী ছবি 'ভেড়িয়া'র প্রচারে!
advertisement
2/10
মঙ্গলবার ছবির প্রচারে কলকাতায় এসেছিলেন বরুণ ধওয়ান এবং কৃতি শ্যানন। আরও বড় চমক, সাংবাদিক সম্মেলনে হাজির হয়েছিলেন খোদ টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
মঙ্গলবার ছবির প্রচারে কলকাতায় এসেছিলেন বরুণ ধওয়ান এবং কৃতি শ্যানন। আরও বড় চমক, সাংবাদিক সম্মেলনে হাজির হয়েছিলেন খোদ টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
advertisement
3/10
'ভেড়িয়া' নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পারদ তুঙ্গে! ‘দিলওয়ালে’র প্রায় সাত বছর পর আবার বড় পর্দায় বরুণ-কৃতি জুটি
'ভেড়িয়া' নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পারদ তুঙ্গে! ‘দিলওয়ালে’র প্রায় সাত বছর পর আবার বড় পর্দায় বরুণ-কৃতি জুটি
advertisement
4/10
কিছু দিন আগেই মুক্তি পেয়েছে 'ভেড়িয়া'-রা ট্রেলার। সেখানে দেখা যাচ্ছে, রাতে ঘুমের মধ্যে বরুণের প্যান্ট ফুঁড়ে গজিয়ে উঠছে হিংস্র নেকড়ের মতো লেজ। সারা শরীরে খেলে যাচ্ছে বিদ্যুৎতরঙ্গ। বরুণের শরীরে ভর করছে কোনও এক মানুষখেকো নেকড়ে।
কিছু দিন আগেই মুক্তি পেয়েছে 'ভেড়িয়া'-রা ট্রেলার। সেখানে দেখা যাচ্ছে, রাতে ঘুমের মধ্যে বরুণের প্যান্ট ফুঁড়ে গজিয়ে উঠছে হিংস্র নেকড়ের মতো লেজ। সারা শরীরে খেলে যাচ্ছে বিদ্যুৎতরঙ্গ। বরুণের শরীরে ভর করছে কোনও এক মানুষখেকো নেকড়ে।
advertisement
5/10
কৃতি পঞ্জাবি। মা দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বাবা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট।
কৃতি পঞ্জাবি। মা দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বাবা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট।
advertisement
6/10
নয়ডার জেপি ইনস্টিটিউশন অব ইনফরমেশন টেকনোলজি থেকে বি.টেক পাশ করেন কৃতি।
নয়ডার জেপি ইনস্টিটিউশন অব ইনফরমেশন টেকনোলজি থেকে বি.টেক পাশ করেন কৃতি।
advertisement
7/10
কলেজে থাকতেই মডেলিং করতেন, সঙ্গে ছিল অসংখ্য বিজ্ঞাপনী ছবির কাজ। সেখান থেকেই বলিউডে প্রবেশ করেন কৃতি
কলেজে থাকতেই মডেলিং করতেন, সঙ্গে ছিল অসংখ্য বিজ্ঞাপনী ছবির কাজ। সেখান থেকেই বলিউডে প্রবেশ করেন কৃতি
advertisement
8/10
২০১৪ সালে ‘হিরো পান্তি’ ছবি দিয়ে বলিউডে ডেবিউ হয় কৃতির
২০১৪ সালে ‘হিরো পান্তি’ ছবি দিয়ে বলিউডে ডেবিউ হয় কৃতির
advertisement
9/10
পারফিউমের মারাত্মক শখ রয়েছে নায়িকার
পারফিউমের মারাত্মক শখ রয়েছে নায়িকার
advertisement
10/10
শাস্ত্রীয় নৃত্যে দক্ষতা রয়েছে এই নায়িকার। অবসর সময়ে নাচ ছাড়াও রান্না করতে, কবিতা লিখতে পছন্দ করেন তিনি।
শাস্ত্রীয় নৃত্যে দক্ষতা রয়েছে এই নায়িকার। অবসর সময়ে নাচ ছাড়াও রান্না করতে, কবিতা লিখতে পছন্দ করেন তিনি।
advertisement
advertisement
advertisement