কৃষ্ণকলি-র ১০০০ পর্ব ! শিবাই কি তবে শ্যামার আসল ছেলে? ফের হারতে হবে অশোককে

Last Updated:
সত্যিই কি শিবা শ্যামার ছেলে? অশোক কি নিজের পাতা জালে নিজেই আটকে পড়বে? এসব প্রশ্নের উত্তর নিয়েই আসছে কৃষ্ণকলি !
1/5
'কৃষ্ণকলি' বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক। নানা বাধা পেরিয়ে ১০০০ পর্ব পার করল এই সিরিয়াল। photo source collected
'কৃষ্ণকলি' বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক। নানা বাধা পেরিয়ে ১০০০ পর্ব পার করল এই সিরিয়াল। photo source collected
advertisement
2/5
লকডাউনের জেরে ঘর থেকেই চলছিল এই ধারাবাহিকের শ্যুটিং। বাড়ি থেকেই যে যার মতো করে শ্যুটিং করে পাঠাচ্ছিলেন অভিনেতারা! তাই জুড়েই চলছিল ধারাবাহিক। তবে ১৬ তারিখ থেকে ফের শর্ত মেনে শুরু হয়েছে শ্যুটিং। আর শ্যুটিং শুরুতেই হল সেলিব্রেশন।  photo source collected
লকডাউনের জেরে ঘর থেকেই চলছিল এই ধারাবাহিকের শ্যুটিং। বাড়ি থেকেই যে যার মতো করে শ্যুটিং করে পাঠাচ্ছিলেন অভিনেতারা! তাই জুড়েই চলছিল ধারাবাহিক। তবে ১৬ তারিখ থেকে ফের শর্ত মেনে শুরু হয়েছে শ্যুটিং। আর শ্যুটিং শুরুতেই হল সেলিব্রেশন। photo source collected
advertisement
3/5
কৃষ্ণকলি-তে এখন টানটান উত্তেজনা। শ্যামা নিখিলের বয়স বেড়েছে। তাঁদের জীবনে এখন দুই সন্তান। কৃষ্ণা ও শিবা। কৃষ্ণা ছোট থেকেই শ্যামার সঙ্গে ছিল। হারিয়ে গিয়েছিল শ্যামার ছেলে।  photo source collected
কৃষ্ণকলি-তে এখন টানটান উত্তেজনা। শ্যামা নিখিলের বয়স বেড়েছে। তাঁদের জীবনে এখন দুই সন্তান। কৃষ্ণা ও শিবা। কৃষ্ণা ছোট থেকেই শ্যামার সঙ্গে ছিল। হারিয়ে গিয়েছিল শ্যামার ছেলে। photo source collected
advertisement
4/5
মেজভাই অশোক এই ধারাবাহিকের ভিলেন। সে শ্যামার ছেলে সাজিয়ে নিয়ে এসেছে শিবাকে। সকলে শিবাকেই শ্যামার ছেলে ভাবতে শুরু করেছে। কিন্তু সত্যিই কি শিবা শ্যামার ছেলে? অশোক কি নিজের পাতা জালে নিজেই আটকে পড়বে?  photo source collected
মেজভাই অশোক এই ধারাবাহিকের ভিলেন। সে শ্যামার ছেলে সাজিয়ে নিয়ে এসেছে শিবাকে। সকলে শিবাকেই শ্যামার ছেলে ভাবতে শুরু করেছে। কিন্তু সত্যিই কি শিবা শ্যামার ছেলে? অশোক কি নিজের পাতা জালে নিজেই আটকে পড়বে? photo source collected
advertisement
5/5
এসব প্রশ্নে ঘেরা এই ধারাবাহিক। তবে ধারাবাহিকের গতি দেখে মনে হচ্ছে ফের একবার হারতে হবে অশোককে। শিবাই হয়ত সত্যিই শ্যামার আসল ছেলে। এই নিয়ে জল্পনা তুঙ্গে। তবে প্রতিবারের মতো এবারেও হারতে বাধ্য হবে অশোক।  photo source collected
এসব প্রশ্নে ঘেরা এই ধারাবাহিক। তবে ধারাবাহিকের গতি দেখে মনে হচ্ছে ফের একবার হারতে হবে অশোককে। শিবাই হয়ত সত্যিই শ্যামার আসল ছেলে। এই নিয়ে জল্পনা তুঙ্গে। তবে প্রতিবারের মতো এবারেও হারতে বাধ্য হবে অশোক। photo source collected
advertisement
advertisement
advertisement