#মুম্বই: জানুয়ারিতে বিনোদন জগতে পরপর দুটি বোমা! একটি শাহরুখ খানের পাঠান (Pathaan), অন্যটি সুনীল শেঠির মেয়ে আথিয়া শেঠির ভারতীয় ক্রিকেট স্টার কেএল রাহুলকে (athiya shetty and kl rahul wedding) বিয়ে করলেন৷ বিয়ের গিফট নিয়ে চারদিকে এখন তুলকালাম হচ্ছে৷ সেলেবদের উপস্থিতিতে বিয়ে একেবারে চাঁদের হাট হয়ে গিয়েছিল৷ শোনা যাচ্ছিল বিয়েতে আথিয়া শেঠি ও কেএল রাহুল প্রচুর দামি দামি গিফট পেয়েছিলেন৷ কিন্তু এবার পরিবার মুখ খুলে বলেছেন না কেএল রাহুল ও আথিয়া শেঠি বিয়েতে এত দামি গিফট পাননি৷
পরিবার করল অস্বীকার
এই খবর নিয়ে বম্বে টাইমস যখন সুনীল শেঠির সঙ্গে কথা বলে তখন তিনি এই উপহার দেওয়ার ঘটনাটি পুরো অস্বীকার করেছেন৷ তিনি জানিয়েছেন উপহার নিয়ে যে সব খবর সামনে এসেছে সেগুলি ভুয়ো৷ তাঁরা অনুরোধ করেছেন এই ধরণের কোনও খবর যেন আর না লেখা হয়৷ তাঁর মেয়ের বিয়ের গিফট নিয়ে সোশ্যাল মিডিয়াতেও প্রচুর কথা হচ্ছে৷