KK Death Anniversary: সেলসম্যানের চাকরি ছেড়ে গানে মনোনিবেশ, কেকে-র জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন ইনি! কে জানেন?

Last Updated:
KK's 1st death Anniversary : ছোটবেলার প্রেমিকা জ্যোতিকে বিয়ে করার পরই জীবনের মোড় ঘুরে যায় গায়কের৷ সেলসম্যানের চাকরি ছেড়ে গান শুরু করেন কেকে৷ স্ত্রী এবং শ্বশুরমশাইয়ের অনুপ্রেরণায় ফের শুরু হয় গানের প্রতি মনোনিবেশ৷ সেখান থেকে বলিউডে হিট নাম্বার নিজেকে নিয়ে যান কেকে৷
1/5
১৯৬৮ সালে জন্মগ্রহণ করেন কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে। তার সুরেলা কন্ঠস্বরই সকলের মনে আলাদা জায়গা করে নিয়েছিল। তবে কন্ঠের পাশাপাশি তার ব্যক্তিত্বও ছিল অসাধারণ, যা আজও সকলের মণিকোঠায় উজ্জ্বল।
১৯৬৮ সালে জন্মগ্রহণ করেন কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে। তার সুরেলা কন্ঠস্বরই সকলের মনে আলাদা জায়গা করে নিয়েছিল। তবে কন্ঠের পাশাপাশি তার ব্যক্তিত্বও ছিল অসাধারণ, যা আজও সকলের মণিকোঠায় উজ্জ্বল।
advertisement
2/5
কলেজে ৬ জনের একটি ব্যান্ড ছিল। সেই ব্যান্ডের ড্রামার এবং প্রধান গায়ক ছিলেন কেকে। বলতে গেলে ব্যান্ডের প্রাণশক্তি ছিলেন কেকে। কলেজে পড়ার সময় ক্লাস কম করে গানের চর্চা বেশি করতেন কেকে।
কলেজে ৬ জনের একটি ব্যান্ড ছিল। সেই ব্যান্ডের ড্রামার এবং প্রধান গায়ক ছিলেন কেকে। বলতে গেলে ব্যান্ডের প্রাণশক্তি ছিলেন কেকে। কলেজে পড়ার সময় ক্লাস কম করে গানের চর্চা বেশি করতেন কেকে।
advertisement
3/5
কলেজে থাকাকালীন বেশিরভাগই ইংরাজি গান করত কেকে  কিন্তু মুম্বইতে আসার পর পুরোপুরি হিন্দি গানে ফোকাস করে।  নব্বইয়ের দশকের শুরুর দিকে বলিউডে এমনই এক ফ্রেশ মেল কন্ঠের খোঁজ ছিল। আর ঠিক সেই সময় থেকেই নিজের মতো করে শুরু করেন কেকে।
কলেজে থাকাকালীন বেশিরভাগই ইংরাজি গান করত কেকে কিন্তু মুম্বইতে আসার পর পুরোপুরি হিন্দি গানে ফোকাস করে। নব্বইয়ের দশকের শুরুর দিকে বলিউডে এমনই এক ফ্রেশ মেল কন্ঠের খোঁজ ছিল। আর ঠিক সেই সময় থেকেই নিজের মতো করে শুরু করেন কেকে।
advertisement
4/5
সঙ্গীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আগে প্রায় ১১ টি ভাষায় ৩৫০০ টি জিঙ্গলসে কন্ঠ দিয়েছিলেন কেক৷ একাধিক বিজ্ঞাপনেও তার কন্ঠ ছিল জনপ্রিয়৷ দিল্লিতে একবার অনুষ্ঠানের সময় হরিহরণের তাঁকে দেখে মুম্বই আসার পরামর্শ দিয়েছিলেন৷
সঙ্গীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আগে প্রায় ১১ টি ভাষায় ৩৫০০ টি জিঙ্গলসে কন্ঠ দিয়েছিলেন কেক৷ একাধিক বিজ্ঞাপনেও তার কন্ঠ ছিল জনপ্রিয়৷ দিল্লিতে একবার অনুষ্ঠানের সময় হরিহরণের তাঁকে দেখে মুম্বই আসার পরামর্শ দিয়েছিলেন৷
advertisement
5/5
ছোট থেকেই গানের প্রতি ঝোঁক থাকলে তাঁর বাবা কোনওদিন গানের জন্য উৎসাহ দেননি৷ তবে ছোটবেলার প্রেমিকা জ্যোতিকে বিয়ে করার পরই জীবনের মোড় ঘুরে যায় গায়কের৷ সেলসম্যানের চাকরি ছেড়ে গান শুরু করেন কেকে৷ স্ত্রী এবং শ্বশুরমশাইয়ের অনুপ্রেরণায় ফের শুরু হয় গানের প্রতি মনোনিবেশ৷  সেখান থেকে বলিউডে হিট নাম্বার নিজেকে নিয়ে যান কেকে৷
ছোট থেকেই গানের প্রতি ঝোঁক থাকলে তাঁর বাবা কোনওদিন গানের জন্য উৎসাহ দেননি৷ তবে ছোটবেলার প্রেমিকা জ্যোতিকে বিয়ে করার পরই জীবনের মোড় ঘুরে যায় গায়কের৷ সেলসম্যানের চাকরি ছেড়ে গান শুরু করেন কেকে৷ স্ত্রী এবং শ্বশুরমশাইয়ের অনুপ্রেরণায় ফের শুরু হয় গানের প্রতি মনোনিবেশ৷ সেখান থেকে বলিউডে হিট নাম্বার নিজেকে নিয়ে যান কেকে৷
advertisement
advertisement
advertisement