Kiara Advani Pregnant: মালহোত্রা-আদভানি পরিবারে খুশির জোয়ার! বাবা-মা হতে চলেছেন সিদ্ধার্থ-কিয়ারা...

Last Updated:
Kiara Advani Pregnant: উইকেন্ডের মুখে দারুণ খবর দিলেন কিয়ারা আদবানি ও সিদ্ধার্থ মালহোত্রা। গর্ভবতী কিয়ারা। বলিউডের সুপারস্টার দম্পতি আপাতত প্রথম সন্তানের অপেক্ষায়...
1/9
বলিউডের জনপ্রিয় দম্পতি কিয়ারা আদবানি ও সিদ্ধার্থ মালহোত্রা শুক্রবার ইনস্টাগ্রামে এক যৌথ পোস্টের মাধ্যমে জানালেন যে, তারা প্রথম সন্তানের প্রত্যাশায় রয়েছেন।
বলিউডের জনপ্রিয় দম্পতি কিয়ারা আদবানি ও সিদ্ধার্থ মালহোত্রা শুক্রবার ইনস্টাগ্রামে এক যৌথ পোস্টের মাধ্যমে জানালেন যে, তারা প্রথম সন্তানের প্রত্যাশায় রয়েছেন।
advertisement
2/9
পোস্টে তারা একটি ছবি শেয়ার করেন, যেখানে দু’জন মিলে একটি ছোট্ট শিশুর মোজা ধরে আছেন। ক্যাপশনে লেখা ছিল, "আমাদের জীবনের সেরা উপহার👼 শীঘ্রই আসছে ❤️🧿🙏🏻"।
পোস্টে তারা একটি ছবি শেয়ার করেন, যেখানে দু’জন মিলে একটি ছোট্ট শিশুর মোজা ধরে আছেন। ক্যাপশনে লেখা ছিল, "আমাদের জীবনের সেরা উপহার👼 শীঘ্রই আসছে ❤️🧿🙏🏻"।
advertisement
3/9
এই ঘোষণার পর বলিউড ইন্ডাস্ট্রির তারকারা একের পর এক শুভেচ্ছাবার্তা পাঠাতে থাকেন। অভিনেতা ঈশান খট্টর কমেন্ট করেন, "অভিনন্দন তোমাদের! ছোট্ট অতিথিকে অনেক আশীর্বাদ! নিরাপদ যাত্রা হোক 😁🧿"।
এই ঘোষণার পর বলিউড ইন্ডাস্ট্রির তারকারা একের পর এক শুভেচ্ছাবার্তা পাঠাতে থাকেন। অভিনেতা ঈশান খট্টর কমেন্ট করেন, "অভিনন্দন তোমাদের! ছোট্ট অতিথিকে অনেক আশীর্বাদ! নিরাপদ যাত্রা হোক 😁🧿"।
advertisement
4/9
অভিনেত্রী শ্রাবরী লেখেন, "অভিনন্দন "। নেহা ধুপিয়াও উচ্ছ্বাস প্রকাশ করে লেখেন, "অভিনন্দন তোমাদের এটি সত্যিই সেরা খবর!"।
অভিনেত্রী শ্রাবরী লেখেন, "অভিনন্দন "। নেহা ধুপিয়াও উচ্ছ্বাস প্রকাশ করে লেখেন, "অভিনন্দন তোমাদের এটি সত্যিই সেরা খবর!"।
advertisement
5/9
এছাড়া, হুমা কুরেশি, রিয়া কাপুর ও বিক্রম ফাডনিস-সহ অনেকেই কিয়ারা ও সিদ্ধার্থকে শুভেচ্ছা জানান।
এছাড়া, হুমা কুরেশি, রিয়া কাপুর ও বিক্রম ফাডনিস-সহ অনেকেই কিয়ারা ও সিদ্ধার্থকে শুভেচ্ছা জানান।
advertisement
6/9
২০২৩ সালে রাজকীয় বিয়ে প্রসঙ্গত, কিয়ারা ও সিদ্ধার্থ ৭ ফেব্রুয়ারি ২০২৩ সালে রাজস্থানের যশোমতি সুর্যগড় প্যালেসে এক রাজকীয় অনুষ্ঠানে বিয়ে করেন। ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতেই তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। পরে মুম্বইতে তারা এক বড় তারকাখচিত রিসেপশনের আয়োজন করেছিলেন।
২০২৩ সালে রাজকীয় বিয়ে প্রসঙ্গত, কিয়ারা ও সিদ্ধার্থ ৭ ফেব্রুয়ারি ২০২৩ সালে রাজস্থানের যশোমতি সুর্যগড় প্যালেসে এক রাজকীয় অনুষ্ঠানে বিয়ে করেন। ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতেই তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। পরে মুম্বইতে তারা এক বড় তারকাখচিত রিসেপশনের আয়োজন করেছিলেন।
advertisement
7/9
সিদ্ধার্থই কিয়ারার "হোম" এক সাক্ষাৎকারে কিয়ারা আদবানি বলেছিলেন, সিদ্ধার্থের সঙ্গে সম্পর্ক মানেই তার কাছে এক বিশেষ অনুভূতি। "সিদ্ধার্থের সঙ্গে থাকলে আমার মনে হয় আমি নিজের বাড়িতেই আছি। আমি এমন এক পরিবার থেকে এসেছি যেখানে ভালোবাসা, যত্ন আর একে অপরকে আগলে রাখার পরিবেশ রয়েছে। সিদ্ধার্থের সঙ্গে একইরকম অনুভূতি হয়, তাই আমি বুঝতে পেরেছিলাম ওই আমার জন্য সঠিক মানুষ।" – বলেছিলেন কিয়ারা।
সিদ্ধার্থই কিয়ারার "হোম" এক সাক্ষাৎকারে কিয়ারা আদবানি বলেছিলেন, সিদ্ধার্থের সঙ্গে সম্পর্ক মানেই তার কাছে এক বিশেষ অনুভূতি। "সিদ্ধার্থের সঙ্গে থাকলে আমার মনে হয় আমি নিজের বাড়িতেই আছি। আমি এমন এক পরিবার থেকে এসেছি যেখানে ভালোবাসা, যত্ন আর একে অপরকে আগলে রাখার পরিবেশ রয়েছে। সিদ্ধার্থের সঙ্গে একইরকম অনুভূতি হয়, তাই আমি বুঝতে পেরেছিলাম ওই আমার জন্য সঠিক মানুষ।" – বলেছিলেন কিয়ারা।
advertisement
8/9
কাজের দুনিয়ায় ব্যস্ত দম্পতি কাজের ক্ষেত্রে, কিয়ারা আদবানি খুব শিগগিরই রণবীর সিং-এর সঙ্গে "ডন ৩"-এ দেখা দেবেন। অন্যদিকে, সিদ্ধার্থ মালহোত্রা বর্তমানে "পরম সুন্দরী" সিনেমার শুটিংয়ে ব্যস্ত।
কাজের দুনিয়ায় ব্যস্ত দম্পতি কাজের ক্ষেত্রে, কিয়ারা আদবানি খুব শিগগিরই রণবীর সিং-এর সঙ্গে "ডন ৩"-এ দেখা দেবেন। অন্যদিকে, সিদ্ধার্থ মালহোত্রা বর্তমানে "পরম সুন্দরী" সিনেমার শুটিংয়ে ব্যস্ত।
advertisement
9/9
কিয়ারা ও সিদ্ধার্থের এই নতুন জীবনের অধ্যায়ের জন্য তাদের ভক্তরা শুভেচ্ছার বন্যা বইয়ে দিচ্ছেন!
কিয়ারা ও সিদ্ধার্থের এই নতুন জীবনের অধ্যায়ের জন্য তাদের ভক্তরা শুভেচ্ছার বন্যা বইয়ে দিচ্ছেন!
advertisement
advertisement
advertisement