Kiara Advani: গ্রীষ্মে যখন সাদা-ই সম্বল, কিয়ারার ছবি যেন চোখের আরাম

Last Updated:
Kiara Advani in whites: সাদার উপরে হাল্কা লালের ছোঁয়া। সাদা লম্বা টপ এবং প্যান্টের সঙ্গে লাল রঙের হার ঝুলিয়েছেন গলায়। অন্য মাত্রা এসেছে নায়িকার সাজে।
1/9
অফ শোল্ডার বডিকন ড্রেস। রং? সাদা। গ্রীষ্মকালে বলিউড নায়িকার এই সাজ যেন চোখে স্বস্তি আনে।
অফ শোল্ডার বডিকন ড্রেস। রং? সাদা। গ্রীষ্মকালে বলিউড নায়িকার এই সাজ যেন চোখে স্বস্তি আনে।
advertisement
2/9
পূর্ব ও পশ্চিমী কায়দা একই অঙ্গে। সাদা জালের বিকিনি টপ, চোস্ত পা এবং জালের শ্রাগ পরেছেন 'যুগ যুগ জিও' ছবির নায়িকা।
পূর্ব ও পশ্চিমী কায়দা একই অঙ্গে। সাদা জালের বিকিনি টপ, চোস্ত পা এবং জালের শ্রাগ পরেছেন 'যুগ যুগ জিও' ছবির নায়িকা।
advertisement
3/9
সাদা শাড়ি এবং অফ শোল্ডার ব্লাউজে মোহময়ী হয়ে উঠেছেন অভিনেত্রী। সাদা ছাড়া অন্য কোনও রং তাঁর শরীরে না থাকলেও তিনি য়েন বড্ড রঙিন।
সাদা শাড়ি এবং অফ শোল্ডার ব্লাউজে মোহময়ী হয়ে উঠেছেন অভিনেত্রী। সাদা ছাড়া অন্য কোনও রং তাঁর শরীরে না থাকলেও তিনি য়েন বড্ড রঙিন।
advertisement
4/9
সাদা স্কাল্পেড গাউনে স্থাপত্যের সৌন্দর্য এসেছে 'ভুল ভুলাইয়া ২'-এর নায়িকার চেহারায়। কানে কেবল একটি সবুজ রঙের দুল পরেছেন।
সাদা স্কাল্পেড গাউনে স্থাপত্যের সৌন্দর্য এসেছে 'ভুল ভুলাইয়া ২'-এর নায়িকার চেহারায়। কানে কেবল একটি সবুজ রঙের দুল পরেছেন।
advertisement
5/9
সাদার উপরে হাল্কা লালের ছোঁয়া। সাদা লম্বা টপ এবং প্যান্টের সঙ্গে লাল রঙের হার ঝুলিয়েছেন গলায়। অন্য মাত্রা এসেছে নায়িকার সাজে।
সাদার উপরে হাল্কা লালের ছোঁয়া। সাদা লম্বা টপ এবং প্যান্টের সঙ্গে লাল রঙের হার ঝুলিয়েছেন গলায়। অন্য মাত্রা এসেছে নায়িকার সাজে।
advertisement
6/9
সাদা-কালোর এমন সাজেও কিয়ারার রূপের আগুন! সাদা টি শার্টের সঙ্গে সাদা রঙের ছেঁড়া জিনস। সঙ্গে কেবল কালো রঙের বুটস।
সাদা-কালোর এমন সাজেও কিয়ারার রূপের আগুন! সাদা টি শার্টের সঙ্গে সাদা রঙের ছেঁড়া জিনস। সঙ্গে কেবল কালো রঙের বুটস।
advertisement
7/9
সাদা বোধ হয় কিয়ারার সব চেয়ে পছন্দের রং। তাই সাদা রঙে তিনি বার বার সেজে ওঠেন। যেমন এই ছবিতেও তিনি সাদা রঙের জালের পোশাক পরেছেন।
সাদা বোধ হয় কিয়ারার সব চেয়ে পছন্দের রং। তাই সাদা রঙে তিনি বার বার সেজে ওঠেন। যেমন এই ছবিতেও তিনি সাদা রঙের জালের পোশাক পরেছেন।
advertisement
8/9
সাদা হাই-স্লিট স্কার্টের উপরে সাদা জালের টপ। চুল খোলা। হাতে সোনালী রঙের ব্রেসলেট। কিয়ারা আরও একটি সাদায়।
সাদা হাই-স্লিট স্কার্টের উপরে সাদা জালের টপ। চুল খোলা। হাতে সোনালী রঙের ব্রেসলেট। কিয়ারা আরও একটি সাদায়।
advertisement
9/9
সাদা ক্রপ শার্ট এবং সাদা লম্বা স্কার্ট। গ্রীষ্মকে টেক্কা দেবে কিয়ারার এক একটি সাজ।
সাদা ক্রপ শার্ট এবং সাদা লম্বা স্কার্ট। গ্রীষ্মকে টেক্কা দেবে কিয়ারার এক একটি সাজ।
advertisement
advertisement
advertisement