আর মাত্র কিছুক্ষণ। তার পরেই শুরু হবে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের সঙ্গীত ও মেহেন্দি অনুষ্ঠান (Katrina Kaif Vicky Kaushal wedding)। এই গ্র্যান্ড ওয়েডিং নিয়ে এই মুহূর্তে আলোচনা তুঙ্গে। বিয়ের ব্যাপারে নিজেরা একটিও মন্তব্য যদিও করেননি তারকা জুটি। রাজস্থানের রনথম্বোরে সিক্স সেনসেস ফোর্ট বারওয়ারা রিসর্টে বসছে রাজকীয় বিয়ের আসর। তবে বিয়ের মাঝেই এবার প্রশ্ন উঠছে মধুচন্দ্রিমায় কোথায় যাবেন ক্যাটরিনা ও ভিকি?