ধূমধাম করে গত বছর ডিসেম্বরে বিয়ে সেরেছেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। সম্প্রতি অভিনেত্রীর জন্মদিন উপলক্ষে মলদ্বীপ থেকে ঘুরে এসেছেন ক্যাটরিনা ও ভিকি। কিন্তু তার কিছুদিনের মধ্যেই নাকি সাংসারিক সমস্যা দুজনের মধ্যে।
2/ 7
ভিকির উপরে নাকি বেশ অসন্তুষ্ট ক্যাটরিনা। জন্মদিন হই হই করে পালন করে এলেও, স্বামীর উপরে একটি ব্যাপারে বেশ রেগে আছেন তিনি। আর তার কারণ এক তৃতীয় ব্যক্তি। তাও আবার এক প্রাক্তন।
3/ 7
আর সেই প্রাক্তন আর কেউ নয়। ক্যাটরিনা কাইফের প্রাক্তন প্রেমিক রণবীর কাপুর। ফের কি ক্যাটরিনা-ভিকির মধ্যে উঁকি দিচ্ছেন রণবীর? শোনা যাচ্ছে, রণবীরের সঙ্গে ভিকির অতিরিক্ত ঘনিষ্ঠতাই নাকি পছন্দ করছেন না ক্যাটরিনা।
4/ 7
জানা যাচ্ছে, ভিকি কৌশলের আসন্ন ছবি গোবিন্দা মেরা নাম-এ একটি ক্যামিও চরিত্রে থাকছেন রণবীর। ছবিটির প্রযোজনা করছে করণ জোহরের ধর্ম প্রোডাকশন। ছবিতে ভিকি ছাড়াও আছেন কিয়ারা আডবানি ও ভূমি পেডনেকার।
5/ 7
ছবিটি কবে মুক্তি পাচ্ছে তা নিয়ে এখনও কিছু স্পষ্ট জানায়নি প্রযোজনা সংস্থা। কিন্তু ছবিতে যে রণবীরকে ক্যামিও চরিত্রে দেখা যাবে তা প্রায় নিশ্চিত। এর আগে সঞ্জয় দত্তের বায়োপিক সঞ্জু-তে অভিনয় করেছেন ভিকি ও রণবীর।
6/ 7
তবে ভিকির ছবিতে রণবীরের উপস্থিতি নিয়ে নাকি খুশি না ক্যাটরিনা। তবে এই নিয়ে নাকি ক্যাটরিনাকে বেশ বোঝাচ্ছেন ভিকি। যদিও ভিকি বা ক্যাটরিনা কারও থেকেই এই নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
7/ 7
প্রসঙ্গত, এর মধ্যে খুনের হুমকি পেয়েছেন ক্যাটরিনা ও ভিকি। তার পরেই মুম্বইয়ের সান্তাক্রুজ থানায় অভিযোগ দায়ের করেন দম্পতি। অবশেষে সেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সেই ব্যক্তি নাকি অভিনয়ে আসতে চান ও ক্যাটরিনার বড় ভক্ত।