বিয়ের প্রথম বছর, প্রেমে-আদরে স্ত্রী ক্যাটরিনাকে ভরিয়ে দিলেন স্বামী ভিকি, ছবির ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

Last Updated:
বিয়ের মণ্ডপের কিছু অজানা গল্প পরবর্তী কালে নিজেরাই জানিয়েছিলেন সাক্ষাৎকারে। যখন তাঁদের বিয়ে নিয়ে চারদিকে নানা ধরনের খবর ছড়াচ্ছিল, সেই সময়ে বর-কনের বন্ধুরা তাঁদের সেই সমস্ত খবর পড়ে পড়ে শোনাতেন। আর সবাই মিলে হাসতেন।
1/8
ঠিক একটা বছর আগের কথা। চারদিকে তুমুল হইচই। বিয়ে করছেন ক্যাটরিনা কইফ আর ভিকি কৌশল। কবে যে তাঁরা প্রেম করলেন, সে কথাই লোকে জানল না, হঠাৎ বিয়ে!
ঠিক একটা বছর আগের কথা। চারদিকে তুমুল হইচই। বিয়ে করছেন ক্যাটরিনা কইফ আর ভিকি কৌশল। কবে যে তাঁরা প্রেম করলেন, সে কথাই লোকে জানল না, হঠাৎ বিয়ে!
advertisement
2/8
কেবল সাধারণ মানুষ নয়, সাংবাদিকরা ওঁত পেতে ছিলেন কী ভাবে তাঁদের চূড়ান্ত গোপন বিয়ের একটু খবর প্রকাশ করা যায়। কিন্তু তা সম্ভব হয়নি। এমনই নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছিল যে মাছিও গলতে পারেনি রাজস্থানের সেই আসরে।
কেবল সাধারণ মানুষ নয়, সাংবাদিকরা ওঁত পেতে ছিলেন কী ভাবে তাঁদের চূড়ান্ত গোপন বিয়ের একটু খবর প্রকাশ করা যায়। কিন্তু তা সম্ভব হয়নি। এমনই নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছিল যে মাছিও গলতে পারেনি রাজস্থানের সেই আসরে।
advertisement
3/8
কিন্তু বিয়ের পর তাঁদের প্রেম, বিয়ের খবর নিজেরাই প্রকাশ করেন একে একে। এবার সেই গাঁটছড়ার এক বছর পূর্তি। ছবি পোস্ট করে উদযাপনে মেতেছেন ভিক্যাট।
কিন্তু বিয়ের পর তাঁদের প্রেম, বিয়ের খবর নিজেরাই প্রকাশ করেন একে একে। এবার সেই গাঁটছড়ার এক বছর পূর্তি। ছবি পোস্ট করে উদযাপনে মেতেছেন ভিক্যাট।
advertisement
4/8
বিয়ের ছবির সঙ্গে কিছু অদেখা ছবিও পোস্ট করেছেন তাঁরা। ভিকি লিখেছেন, 'সময় নদীর স্রোতের মতো। কিন্তু সেই স্রোত একেবারে ম্যাজিকের মতো। কারণ তুমি আমার সঙ্গে আছো। বিয়ের এক বছর পূর্তিতে তোমায় জানাই শুভেচ্ছা। তোমাকে যে কত ভালবাসি, তুমি ভাবতেও পারবে না।
বিয়ের ছবির সঙ্গে কিছু অদেখা ছবিও পোস্ট করেছেন তাঁরা। ভিকি লিখেছেন, 'সময় নদীর স্রোতের মতো। কিন্তু সেই স্রোত একেবারে ম্যাজিকের মতো। কারণ তুমি আমার সঙ্গে আছো। বিয়ের এক বছর পূর্তিতে তোমায় জানাই শুভেচ্ছা। তোমাকে যে কত ভালবাসি, তুমি ভাবতেও পারবে না।
advertisement
5/8
ক্যাটরিনাও ভিকি আর তাঁর ছবি এবং ভিকির একটি নাচের ভিডিও দিয়ে লিখলেন, 'আমার আলোর রশ্মি তুমি। শুভ এক বছর।' এছাড়া ইনস্টাগ্রামে খুব বেশি নিজেদের প্রেম উদযাপনে বিশ্বাসী নন ভিক্যাট। যেন, 'বাকিটা ব্যক্তিগত'।
ক্যাটরিনাও ভিকি আর তাঁর ছবি এবং ভিকির একটি নাচের ভিডিও দিয়ে লিখলেন, 'আমার আলোর রশ্মি তুমি। শুভ এক বছর।' এছাড়া ইনস্টাগ্রামে খুব বেশি নিজেদের প্রেম উদযাপনে বিশ্বাসী নন ভিক্যাট। যেন, 'বাকিটা ব্যক্তিগত'।
advertisement
6/8
বিয়ের মণ্ডপের কিছু অজানা গল্প পরবর্তী কালে নিজেরাই জানিয়েছিলেন সাক্ষাৎকারে। যখন তাঁদের বিয়ে নিয়ে চারদিকে নানা ধরনের খবর ছড়াচ্ছিল, সেই সময়ে বর-কনের বন্ধুরা তাঁদের সেই সমস্ত খবর পড়ে পড়ে শোনাতেন। আর সবাই মিলে হাসতেন। কোথাও শোনা গিয়েছিল, ড্রোন উড়িয়ে ছবি বের করার চেষ্টা করা হয়েছিল বলে গুলি করে ড্রোন নামানো হয়। কোথাও শোনা গিয়েছিল, ভিকি মণ্ডপে চপারে করে নামবেন।
বিয়ের মণ্ডপের কিছু অজানা গল্প পরবর্তী কালে নিজেরাই জানিয়েছিলেন সাক্ষাৎকারে। যখন তাঁদের বিয়ে নিয়ে চারদিকে নানা ধরনের খবর ছড়াচ্ছিল, সেই সময়ে বর-কনের বন্ধুরা তাঁদের সেই সমস্ত খবর পড়ে পড়ে শোনাতেন। আর সবাই মিলে হাসতেন। কোথাও শোনা গিয়েছিল, ড্রোন উড়িয়ে ছবি বের করার চেষ্টা করা হয়েছিল বলে গুলি করে ড্রোন নামানো হয়। কোথাও শোনা গিয়েছিল, ভিকি মণ্ডপে চপারে করে নামবেন।
advertisement
7/8
যখন চারদিকে এসব চলছে, মণ্ডপে বসে ভিকি নাকি পুরোহিতক বলেন, "তাড়াতাড়ি করবেন ঠাকুরমশাই। এক ঘণ্টার মধ্যে সব শেষ করতে হবে।" আর এ কথা তিনি নিজেই 'কফি উইথ করণ'-এর শো-তে বলে হেসে ওঠেন।
যখন চারদিকে এসব চলছে, মণ্ডপে বসে ভিকি নাকি পুরোহিতক বলেন, "তাড়াতাড়ি করবেন ঠাকুরমশাই। এক ঘণ্টার মধ্যে সব শেষ করতে হবে।" আর এ কথা তিনি নিজেই 'কফি উইথ করণ'-এর শো-তে বলে হেসে ওঠেন।
advertisement
8/8
এছাড়া আরও একটি মজার গল্প শোনা যায় ক্যাটরিনার সাক্ষাৎকারে। তিনি জানান, বিয়ের মণ্ডপে নাকি দু'পক্ষের মধ্যে তুমুল বিবাদ বাধে। ঝগড়ার কেন্দ্রবিন্দু, বরের জুতো চুরি। ক্যাট জানান, তাঁর সাত বোন এবং ভিকির বন্ধুরা মিলে জুতো নিয়ে কাড়াকাড়ি করেন। বিয়ে করতে করতে সেই চিৎকার শুনে চমকে ওঠেন বর-কনে।
এছাড়া আরও একটি মজার গল্প শোনা যায় ক্যাটরিনার সাক্ষাৎকারে। তিনি জানান, বিয়ের মণ্ডপে নাকি দু'পক্ষের মধ্যে তুমুল বিবাদ বাধে। ঝগড়ার কেন্দ্রবিন্দু, বরের জুতো চুরি। ক্যাট জানান, তাঁর সাত বোন এবং ভিকির বন্ধুরা মিলে জুতো নিয়ে কাড়াকাড়ি করেন। বিয়ে করতে করতে সেই চিৎকার শুনে চমকে ওঠেন বর-কনে।
advertisement
advertisement
advertisement