মাত্র ২০ মিনিটেই রোম্যান্টিক ধারার ছবিই হয়ে উঠল অ্যাকশন-থ্রিলার, তিন দাপুটে অভিনেতাকেও পিছনে ফেলে দিয়েছিলেন নায়িকা, ছবিটির নাম বুঝতে পারলেন কি?
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Best Action Thriller Film: ছবির গল্প এগিয়েছে নন্দিনী (করিশ্মা কাপুর) এবং শেখর (সঞ্জয় কাপুর)-কে ঘিরে। ভারতীয় এই দম্পতি কানাডায় গিয়ে সংসার পাতেন। পুত্রের সঙ্গে সুখেই কাটছিল তাঁদের জীবন।
আজ থেকে প্রায় তেইশ বছর আগে অর্থাৎ সেই ২০০২ সালে দারুণ জনপ্রিয়তা লাভ করেছিল একটি অ্যাকশন-থ্রিলার ছবি। এই ছবিতে নায়ক-নায়িকার অভিনয় ছিল দুর্ধর্ষ। যা আজও চর্চার কেন্দ্রবিন্দুতে রয়ে গিয়েছে। কিন্তু এককথায় বলা যেতে পারে যে, এই ছবিতে সমস্ত নজর কেড়ে নিয়েছিলেন খোদ নায়িকাই। আসলে এই ছবিটির গল্প এমন যে, মাত্র ২০ মিনিটের মধ্যেই যেন রোম্যান্টিক ধারার ছবি থ্রিলার ঘরাণার দিকে মোড় নেবে। যে ছবিটির বিষয়ে এখানে কথা হচ্ছে, সেটি হল - ‘শক্তি: দ্য পাওয়ার’।
advertisement
ছবির গল্প এগিয়েছে নন্দিনী (করিশ্মা কাপুর) এবং শেখর (সঞ্জয় কাপুর)-কে ঘিরে। ভারতীয় এই দম্পতি কানাডায় গিয়ে সংসার পাতেন। পুত্রের সঙ্গে সুখেই কাটছিল তাঁদের জীবন। কিন্তু তাঁদের সুখী জীবনে আসে এক দমকা হাওয়া। আসলে আচমকাই একদিন একটি ফোন আসে শেখরের কাছে। তারপরেই তিনি ভারতে নিজের পরিবারের কাছে যাওয়ার পরিকল্পনা করেন। এদিকে নন্দিনীও শেখরের সঙ্গে যাওয়ার জন্য জোরাজুরি শুরু করেন। এরপর আর কী! স্ত্রী নন্দিনী এবং পুত্রসন্তানকে নিয়ে নিজের গ্রামে ফেরেন শেখর। সেখানে গিয়ে তাঁরা এক বিপজ্জনক এবং নৃশংস পরিবেশের সম্মুখীন হন। আসলে শেখরের গ্রামে চলা ক্ষমতা, প্রতিশোধ এবং প্রতিপত্তির লড়াইয়ের জেরে সকলের জীবন প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে যায়।
advertisement
যদিও এহেন পরিবেশের কথা শেখর নিজেও জানতেন। আর এভাবেই নির্ভেজাল প্রেমে থাকা এক সুখী দম্পতির জীবনের মোড়ই যেন বদলে যায়। এই ছবিতে নরসিমহার চরিত্রে দেখা গিয়েছিল নানা পাটেকরকে। এই নরসিমহা হলেন গ্রামের একজন প্রভাবশালী ব্যক্তি। আবার সম্পর্কে তিনি শেখরের বাবাও বটে। আর তিনি গ্রামের মানুষের মনে একটা ভয় আর ত্রাস সৃষ্টি করিয়ে রেখেছিলেন। এমনকী তিনি এতটাই ক্ষমতাধর ছিলেন যে, কারণ জীবন-মৃত্যু পর্যন্ত নির্ধারণ করতে পারতেন। এদিকে নরসিমহার শত্রুতার জেরে খুন হতে হয় তাঁর পুত্র শেখরকে।
advertisement
এদিকে স্বামীর মৃত্যুতে সম্পূর্ণ রূপে ভেঙে পড়েন নন্দিনীও। পুত্রকে নিয়ে কানাডায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু এক্ষেত্রে বাধ সাধেন তাঁর শ্বশুর নরসিমহা। কিছুতেই নাতিকে কাছছাড়া করতে চান না তিনি। ফলে এখান থেকেই নিজের সন্তানকে কাছে পাওয়ার জন্য এক মা অর্থাৎ নন্দিনীর লড়াই শুরু হয়। এই ছবিতে একটি ক্যামিও করেছিলেন খোদ বলিউড বাদশা শাহরুখ খানও। শুধু তা-ই নয়, একটি আইটেম গানে নাচতে দেখা গিয়েছে প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনকেও।
advertisement
‘শক্তি: দ্য পাওয়ার’ ছবিতে শক্তিশালী অভিনয় দক্ষতা প্রদর্শন করেছিলেন স্বয়ং করিশ্মা কাপুর। তিনি লড়াকু মায়ের চরিত্রটি এত সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছিলেন যে, ভক্তরা তা নিয়ে আজও চর্চা করেন। এমনকী সমালোচকদের কাছ থেকেও তিনি কুড়িয়ে নিয়েছিলেন প্রশংসা। বলা ভাল যে, অভিনয়ের দিক থেকে নানা পাটেকর, সঞ্জয় কাপুরকেও ছাপিয়ে গিয়েছিলেন অভিনেত্রী। প্রসঙ্গত এই ছবিটি পরিচালনা করেছিলেন কৃষ্ণা ভামসি। আর এর চিত্রনাট্যও লিখেছিলেন খোদ পরিচালকই।
advertisement
ছবির সংলাপ লিখেছিলেন কমল পাণ্ডে। এছাড়া দীপ্তি নাভাল, টিকু তালসানিয়া, দিব্যা দত্ত, জসপাল ভাট্টি এবং প্রকাশ রাজের মতো সুদক্ষ অভিনেতা-অভিনেত্রীদের দেখা গিয়েছিল গুরুত্বপূর্ণ ভূমিকায়। তেইশ বছর আগে মুক্তি পাওয়া অ্যাকশন-থ্রিলার ধারার এই ছবিটি বর্তমানে ওটিটি-তে দেখার সুযোগ রয়েছে। Amazon Prime Video-য় দেখে নিতে পারবেন ভক্তরা। IMD-তে ‘শক্তি: দ্য পাওয়ার’ ছবির রেটিং ৬.১।