Saif Ali Khan Attacked: রক্তে ভেজা সারা শরীর, তরোয়াল হাতে ছুটছে সইফ, শেষমেশ মাঝরাতে যা করেছিলেন করিনা... জানলে আঁতকে উঠবেন
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Saif Ali Khan Attacked: সম্প্রতি এক সাক্ষাৎকারে, সইফ আলি খান প্রকাশ করেছেন যে ডাকাতদের সঙ্গে ঝামেলার সময় তার স্ত্রী অর্থাৎ অভিনেত্রী করিনা কাপুর কেমন প্রতিক্রিয়া দেখিয়েছিলেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
সইফ আলি খান আরও বলেন, সেই সময় করিনা রিক্সা, ক্যাব, অথবা অন্য কিছুর জন্য চিৎকার করছিল। আমি বললাম, আমার একটু ব্যথা হচ্ছে। এবং আমার পিঠে কিছু একটা সমস্যা হচ্ছে। তখন করিনাবলল - তুমি হাসপাতালে যাও, আমি আমার বোনের বাড়িতে যাব। তারপর করিনা উন্মত্তভাবে ফোন করছিল - কিন্তু কেউ ধরছিল না। আমরা একে অপরের দিকে তাকালাম, এবং আমি বললাম, 'আমি ঠিক আছি। আমি মরব না।' এবং তৈমুরও আমাকে জিজ্ঞাসা করল - 'তুমি কি মরে যাবে?' আমি বললাম, 'না।
advertisement
advertisement
advertisement
advertisement
অভিনেতা বলেন, তৈমুর গোটা ঘটনাটা দেখেছিল – আমি রক্তে ভেজা আর অন্য গৃহকর্মী হরি, হাতে দুটি তলোয়ার। আমরা বললাম –চলো ওকে ধরে আসি। আর কারিনা বলল –না, চলো বেরিয়ে যাই! কারণ আমাদের তোমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, আর আমাকে জেহকে এখান থেকে বের করে আনতে হবে কারণ আমার মনে হয় সে (অনুপ্রবেশকারী) এখনও আশেপাশেই আছে, আরও অনেকেও থাকতে পারে। তারপর আমরা সবাই নিচে নেমে গেলাম। কারিনা একটা রিকশা এবং ক্যাবের কিছুর জন্য চিৎকার করছিল।