Kangana Ranaut Bold Photos: একটা সময় এতটাই বোল্ড ফটোশুট করতেন কঙ্গনা! হট ছবিতে কাঁপত ইন্টারনেট

Last Updated:
কঙ্গনার বোল্ড ফটোশুট সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলত।
1/5
এখন সাধারণত তাঁকে শাড়ি বা শালোয়ারেই দেখা যায়। তবে একটা সময় বোল্ড ফটোশুট করতেন কঙ্গনা।
এখন সাধারণত তাঁকে শাড়ি বা শালোয়ারেই দেখা যায়। তবে একটা সময় বোল্ড ফটোশুট করতেন কঙ্গনা।
advertisement
2/5
কঙ্গনা জানিয়েছিলেন, তিনি পরিস্থিতি বুঝে পোশাক পরেন। ভারতের বাইরে থাকলে একরকম পোশাক পরেন। আবার দেশে থাকলে তাঁর বেশভূষা হয় আলাদা।
কঙ্গনা জানিয়েছিলেন, তিনি পরিস্থিতি বুঝে পোশাক পরেন। ভারতের বাইরে থাকলে একরকম পোশাক পরেন। আবার দেশে থাকলে তাঁর বেশভূষা হয় আলাদা।
advertisement
3/5
কিছুদিন আগে রিহানার বোল্ড ফটোশুট নিয়ে প্রশ্ন তুলেছিলেন কঙ্গনা। তিনি দাবি করেছিলেন, রিহানার বোল্ড ফটোশুট পর্ন-এর থেকে কম নয়।
কিছুদিন আগে রিহানার বোল্ড ফটোশুট নিয়ে প্রশ্ন তুলেছিলেন কঙ্গনা। তিনি দাবি করেছিলেন, রিহানার বোল্ড ফটোশুট পর্ন-এর থেকে কম নয়।
advertisement
4/5
কেরিয়ারের শুরুর দিকে একের পর এক বোল্ড ফটোশুট করতেন কঙ্গনা। কেরিয়ারের প্রথম সিনেমায় একের পর এক বোল্ড সিন-এ অভিনয়ও করেছিলেন।
কেরিয়ারের শুরুর দিকে একের পর এক বোল্ড ফটোশুট করতেন কঙ্গনা। কেরিয়ারের প্রথম সিনেমায় একের পর এক বোল্ড সিন-এ অভিনয়ও করেছিলেন।
advertisement
5/5
কঙ্গনার একের পর এক হট ছবি ইন্টারনেট কাঁপিয়ে দিত সেই সময়।
কঙ্গনার একের পর এক হট ছবি ইন্টারনেট কাঁপিয়ে দিত সেই সময়।
advertisement
advertisement
advertisement