

তামিল, তেলেগু ও হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়ালের বিয়ের গুঞ্জন গত কয়েকমাস ধরেই শোনা যাচ্ছিল। অবশেষে মঙ্গলবার অভিনেত্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় তাঁর বিয়ের খবর জানালেন ৷ Photo Courtesy: Kajal Aggarwal/Instagram


বিয়ে এ মাসেই। আগামী ৩০ অক্টোবর মুম্বইয়ে বিয়ের অনুষ্ঠান কাজলের। পাত্র ব্যবসায়ী এবং ইন্টিরিয়র ডিজাইনার গৌতম কিচলু ৷


বাগদান পর্ব সেরে ফেলেছিলেন আগেই ৷ এবার বিয়ের তারিখও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করলেন কাজল ৷ কাজল জানিয়েছেন, মুম্বইয়ে একটি ছোট এবং ব্যক্তিগত অনুষ্ঠানের মধ্যে দিয়েই আগামী ৩০ অক্টোবর বিয়ে করছেন তাঁরা ৷


বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকাও অত্যন্ত কম ৷ আত্মীয়স্বজন এবং কাজল ও গৌতমের কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুরাই উপস্থিত থাকবেন বিয়েতে ৷


কাজলের হবু বর গৌতম ব্যবসায়ীর পাশাপাশি একজন ইন্টেরিয়র ডিজাইনারও ৷ এ নিয়ে একটি ই-কমার্স সংস্থাও রয়েছে গৌতমের।


এতদিন ধরে শোনা যাচ্ছিল, করোনার প্রকোপের মধ্যে কাজলই নাকি প্রথম বিয়ের বড় অনুষ্ঠান করতে যাচ্ছেন। কিন্তু সেই সম্ভাবনায় জল ঢেলেছেন কাজল নিজেই ৷