Shah Rukh Khan || Kajol: সুপারহিট 'এই' ছবির নায়িকা হতেন শাহরুখের বান্ধবী! শেষে সুযোগ পান কাজল, তার পর...

Last Updated:
Shah Rukh Khan || Kajol: 'করণ অর্জুন'-এ দর্শকের মনে ছাপ ফেলেছিল শাহরুখ-কাজলের রসায়ন। কিন্তু শাহরুখের বিপরীতে জুহি চাওলাকে নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল।
1/5
সাল ১৯৯৫। বক্স অফিসে ঝড় তুলেছিল 'করণ অর্জুন'। মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল শাহরুখ খান, সলমন খান, কাজল এবংমমতা কুলকার্নিকে। কিন্তু জানেন কি, এই ছবিতে কাজলের পরিবর্তে অন্য এক নায়িকাকে নেওয়ার কথা ভেবেছিলেন পরিচালক রাকেশ রোশন। তবে শেষমেশ সেই নায়িকার সঙ্গে কাজ করা হয়ে ওঠেনি।
সাল ১৯৯৫। বক্স অফিসে ঝড় তুলেছিল 'করণ অর্জুন'। মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল শাহরুখ খান, সলমন খান, কাজল এবংমমতা কুলকার্নিকে। কিন্তু জানেন কি, এই ছবিতে কাজলের পরিবর্তে অন্য এক নায়িকাকে নেওয়ার কথা ভেবেছিলেন পরিচালক রাকেশ রোশন। তবে শেষমেশ সেই নায়িকার সঙ্গে কাজ করা হয়ে ওঠেনি।
advertisement
2/5
'করণ অর্জুন'-এ দর্শকের মনে ছাপ ফেলেছিল শাহরুখ-কাজলের রসায়ন। কিন্তু শাহরুখের বিপরীতে জুহি চাওলাকে নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। বিশেষ কারণে সেই ছবিটি করে উঠতে পারেননি তিনি।
'করণ অর্জুন'-এ দর্শকের মনে ছাপ ফেলেছিল শাহরুখ-কাজলের রসায়ন। কিন্তু শাহরুখের বিপরীতে জুহি চাওলাকে নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। বিশেষ কারণে সেই ছবিটি করে উঠতে পারেননি তিনি।
advertisement
3/5
পুনর্জন্ম এবং প্রতিশোধের গল্পকে নিয়ে বোনা হয়েছিল ছবির চিত্রনাট্য। প্রায় তিন দশক পরেও দর্শকদের পছন্দের তালিকায় রয়েছে এই ছবি। করণ-অর্জুন হিসেবে শাহরুখ এবং সলমনের যুগলবন্দির চর্চা আজও।
পুনর্জন্ম এবং প্রতিশোধের গল্পকে নিয়ে বোনা হয়েছিল ছবির চিত্রনাট্য। প্রায় তিন দশক পরেও দর্শকদের পছন্দের তালিকায় রয়েছে এই ছবি। করণ-অর্জুন হিসেবে শাহরুখ এবং সলমনের যুগলবন্দির চর্চা আজও।
advertisement
4/5
নির্মাতারা যদিও সলমনের পরিবর্তে অজয় দেবগণকে নিতে চেয়েছিলেন। কিন্তু সেই সময় ছবিটি করতে পারেননি তিনি। ফলে সুযোগ পান সলমন। একই ভাবে মমতা কুলকার্নির পরিবর্তে নাগমাকে নিয়ে কাজ করতে চেয়েছিলেন নির্মাতারা। কিন্তু তা না হয়ে ওঠায় মমতার ঝুলিতে গিয়ে পড়ে ছবিটি।
নির্মাতারা যদিও সলমনের পরিবর্তে অজয় দেবগণকে নিতে চেয়েছিলেন। কিন্তু সেই সময় ছবিটি করতে পারেননি তিনি। ফলে সুযোগ পান সলমন। একই ভাবে মমতা কুলকার্নির পরিবর্তে নাগমাকে নিয়ে কাজ করতে চেয়েছিলেন নির্মাতারা। কিন্তু তা না হয়ে ওঠায় মমতার ঝুলিতে গিয়ে পড়ে ছবিটি।
advertisement
5/5
বক্স অফিসে তুমুল ব্যবসা করেছিল ছবিটি। শাহরুখ-কাজল এবং সলমন-মমতার জুটি পছন্দ করেছিল দর্শক।
বক্স অফিসে তুমুল ব্যবসা করেছিল ছবিটি। শাহরুখ-কাজল এবং সলমন-মমতার জুটি পছন্দ করেছিল দর্শক।
advertisement
advertisement
advertisement