Jeetu-Nabanita Gossip: ডিভোর্সের পর 'অন্তঃসত্ত্বা' নবনীতা? স্বামী জিতুর গৃহত্যাগের পর হঠাৎ 'সাধ'-এর ছবি! স্পষ্ট বেবি বাম্প

Last Updated:
Jeetu-Nabanita Gossip: তারই মাঝে হঠাৎ ‘সুখবর’। মা হবেন নবনীতা। জিতুর সঙ্গে বিচ্ছেদের পর হঠাৎ এই খবরে চমকে উঠেছে ভক্তদল। এই সন্তান কি জিতুরই?
1/6
গত জুন মাসে বিবাহবিচ্ছেদ ঘোষণা করেছেন নবনীতা দাস। ১০ বছরের বড় স্বামী জিতু কমলের সঙ্গে পাঁচ বছরের দাম্পত্যে ইতি টেনেছেন। টলিউডের তারকা দম্পতির বিচ্ছেদে মন খারাপ ভক্তদের।
গত জুন মাসে বিবাহবিচ্ছেদ ঘোষণা করেছেন নবনীতা দাস। ১০ বছরের বড় স্বামী জিতু কমলের সঙ্গে পাঁচ বছরের দাম্পত্যে ইতি টেনেছেন। টলিউডের তারকা দম্পতির বিচ্ছেদে মন খারাপ ভক্তদের।
advertisement
2/6
তারই মাঝে হঠাৎ ‘সুখবর’। মা হবেন নবনীতা। জিতুর সঙ্গে বিচ্ছেদের পর হঠাৎ এই খবরে চমকে উঠেছে ভক্তদল। এই সন্তান কি জিতুরই?
তারই মাঝে হঠাৎ ‘সুখবর’। মা হবেন নবনীতা। জিতুর সঙ্গে বিচ্ছেদের পর হঠাৎ এই খবরে চমকে উঠেছে ভক্তদল। এই সন্তান কি জিতুরই?
advertisement
3/6
নবনীতা অন্তঃসত্ত্বা বটে, তবে বাস্তবে নন, পর্দায়। ‘বিয়ের ফুল’ ধারাবাহিকে নবনীতার চরিত্র কলি এখন গর্ভবতী। আর সম্প্রতি হইহই করে সাধের অনুষ্ঠানের আয়োজন করল তার পরিবার।
নবনীতা অন্তঃসত্ত্বা বটে, তবে বাস্তবে নন, পর্দায়। ‘বিয়ের ফুল’ ধারাবাহিকে নবনীতার চরিত্র কলি এখন গর্ভবতী। আর সম্প্রতি হইহই করে সাধের অনুষ্ঠানের আয়োজন করল তার পরিবার।
advertisement
4/6
কিন্তু সেখানেই কলি এবং তার গর্ভস্থ সন্তানের ক্ষতি করতে আসে দর্শনা। কিন্তু অনুষ্ঠান এসে কারও কোনও ক্ষতি সে করতে পারে না।
কিন্তু সেখানেই কলি এবং তার গর্ভস্থ সন্তানের ক্ষতি করতে আসে দর্শনা। কিন্তু অনুষ্ঠান এসে কারও কোনও ক্ষতি সে করতে পারে না।
advertisement
5/6
হঠাৎই কলির কাছে এক গ্রাহক ফোন করে জানায়, দইয়ের অর্ডার দেওয়া সত্ত্বেও সে সঠিক সময়ে ডেলিভারি পায়নি। কলি ঠিক করে, সেই রাতেই সাইকেল চালিয়ে দই দিয়ে আসবে সেই গ্রাহককে।
হঠাৎই কলির কাছে এক গ্রাহক ফোন করে জানায়, দইয়ের অর্ডার দেওয়া সত্ত্বেও সে সঠিক সময়ে ডেলিভারি পায়নি। কলি ঠিক করে, সেই রাতেই সাইকেল চালিয়ে দই দিয়ে আসবে সেই গ্রাহককে।
advertisement
6/6
সাইকেল চালিয়ে কলি বের হতে না হতেই, কলির সাইকেলের চাকায় লোহার রড ঢুকিয়ে দেয় দর্শনা। ছিটকে পড়ে কলি। এবার কী হবে, কলি আর তার বাচ্চার?
সাইকেল চালিয়ে কলি বের হতে না হতেই, কলির সাইকেলের চাকায় লোহার রড ঢুকিয়ে দেয় দর্শনা। ছিটকে পড়ে কলি। এবার কী হবে, কলি আর তার বাচ্চার?
advertisement
advertisement
advertisement