Jacqueline Fernandez: সলমন, সুকেশ থেকে বাহারিনের যুবরাজের বান্ধবী... শাড়িতে গ্ল্যামারাস সিংহলী কন্যা জ্যাকলিন

Last Updated:
শুধু সলমন খান বা সুকেশ চন্দ্রশেখর নন, সিংহলী অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের তুমুল প্রেম ছিল বাহারিনের যুবরাজের সঙ্গেও
1/8
বলিটাউনের 'ব্লু আইড গার্ল' জ্যাকলিন ফার্নান্ডেজ, এবার তিনি জলওয়া দেখালেন শাড়িতে
বলিটাউনের 'ব্লু আইড গার্ল' জ্যাকলিন ফার্নান্ডেজ, এবার তিনি জলওয়া দেখালেন শাড়িতে
advertisement
2/8
২০০ কোটির প্রতারণার মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর, ইডি-র জেরায় নাম উঠে আসে জ্যাকলিনের! জানা যায়, সুকেশ আর জ্যাকলিনের সম্পর্ক বেশ গাঢ় ছিল।
২০০ কোটির প্রতারণার মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর, ইডি-র জেরায় নাম উঠে আসে জ্যাকলিনের! জানা যায়, সুকেশ আর জ্যাকলিনের সম্পর্ক বেশ গাঢ় ছিল।
advertisement
3/8
অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে হিরের আংটি দিয়ে প্রেম নিবেদন করেছিলেন ২০০ কোটির প্রতারণার মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর
অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে হিরের আংটি দিয়ে প্রেম নিবেদন করেছিলেন ২০০ কোটির প্রতারণার মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর
advertisement
4/8
জ্যাকলিনকে বহুমূল্য হিরের আংটি দিয়ে প্রেম নিবেদন করেন সুকেশ, সেই আংটিতে জ্যাকলিন এবং সুকেশের নামে ইংরেজি বানানের আদ্যক্ষর বসানো ছিল।
জ্যাকলিনকে বহুমূল্য হিরের আংটি দিয়ে প্রেম নিবেদন করেন সুকেশ, সেই আংটিতে জ্যাকলিন এবং সুকেশের নামে ইংরেজি বানানের আদ্যক্ষর বসানো ছিল।
advertisement
5/8
১ এপ্রিল মুক্তি পাচ্ছে জ্যাকলিনের আগামি ছবি ‘অ্যাটাক’, অর্থাৎ আক্রমণ। পরিচালনায় লক্ষ রাজ আনন্দ।
১ এপ্রিল মুক্তি পাচ্ছে জ্যাকলিনের আগামি ছবি ‘অ্যাটাক’, অর্থাৎ আক্রমণ। পরিচালনায় লক্ষ রাজ আনন্দ।
advertisement
6/8
‘অ্যাটাক’-এর ছবির ঝলক আগেই দেখেছেন দর্শক, এবার মুক্তি পেয়েছে ছবিটির প্রথম গান ‘ইক তু হ্যায়’
‘অ্যাটাক’-এর ছবির ঝলক আগেই দেখেছেন দর্শক, এবার মুক্তি পেয়েছে ছবিটির প্রথম গান ‘ইক তু হ্যায়’
advertisement
7/8
জ্যাকলিন ফার্নান্ডেজ-সুকেশ চন্দ্রশেখরের ঘনিষ্ঠ ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরই খবরের শিরোনামে অভিনেত্রী। এরমাঝেই দক্ষিণী সুপারস্টার নাগার্জুনের ‘ঘোস্ট’ ছবি থেকে বাদ গিয়েছেন অভিনেত্রী। প্রশ্ন উঠছে, সুকেশের সঙ্গে সর্ম্পের কারণেই কি ছবি খোয়াচ্ছেন সুন্দরী?
জ্যাকলিন ফার্নান্ডেজ-সুকেশ চন্দ্রশেখরের ঘনিষ্ঠ ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরই খবরের শিরোনামে অভিনেত্রী। এরমাঝেই দক্ষিণী সুপারস্টার নাগার্জুনের ‘ঘোস্ট’ ছবি থেকে বাদ গিয়েছেন অভিনেত্রী। প্রশ্ন উঠছে, সুকেশের সঙ্গে সর্ম্পের কারণেই কি ছবি খোয়াচ্ছেন সুন্দরী?
advertisement
8/8
শুধু সলমন খান বা সুকেশ চন্দ্রশেখর নন, সিংহলী অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের তুমুল প্রেম ছিল বাহারিনের যুবরাজের সঙ্গেও।
শুধু সলমন খান বা সুকেশ চন্দ্রশেখর নন, সিংহলী অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের তুমুল প্রেম ছিল বাহারিনের যুবরাজের সঙ্গেও।
advertisement
advertisement
advertisement