1/ 4


বিনোদন জগতের ক্ষেত্রে সত্যিই এবছরটা দুঃখজনক ৷ একের পর এক মৃত্যুর খবর একেবারে নাড়া দিয়েছে গোটা বলিউডকে ৷ ইরফান খান, ঋষি কাপুর, সুশান্ত সিং রাজপুতের মতো বড় বড় তারকারা পৃথিবীর মায়া ত্যাগ করেছেন ৷ মৃত্যুর তালিকায় রয়েছেন টেলি ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রীরাও৷
2/ 4


এবার শেষ নিশ্বাস ত্যাগ করলেন জনপ্রিয় টেলি ধারাবাহিক ইস প্যার কো কিয়া নাম দু-র অভিনেত্রী সঙ্গীতা শ্রীবাস্তব ৷ বুধবার মু্ম্বইয়ে কোকিলাবেন হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন সঙ্গীতা ৷