Bollywood Gossip: আদিত্যর সঙ্গে প্রেমে শিলমোহর! বিয়ের পিঁড়িতে বসছেন চাঙ্কি কন্যা অনন্যা? 'ফাঁস' বিরাট খবর... বি-টাউন তোলপাড়
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Bollywood Gossip: সম্প্রতি ‘নো-ফিল্টার উইথ নেহা’র মঞ্চে হাজির হয়েছিলেন অনন্যা। সেখানেই নেহা ধুপিয়া আদিত্যর সঙ্গে তাঁর প্রেম নিয়ে প্রশ্ন করেন। যা শুনে অনন্যা স্পষ্ট বলেন, ‘আমরা বন্ধুর থেকে বেশি’। একসঙ্গে দিনযাপনের কথাও বলেন তিনি। সেখান থেকেই বিয়ের ইঙ্গিত খুঁজে পাচ্ছেন অনেকে।
advertisement
advertisement
বর্তমানে বলিউডের প্রতিভাবান অভিনেতাদের মধ্যে অন্যতম আদিত্য রায় কাপুর। আশিকি ২-র হাত ধরে জনপ্রিয়তা। তারপর ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘ফিতুর’-এর মতো সিনেমায় অভিনয় করে সিনেমাপ্রেমীদের মন জায়গা করে নিয়েছেন তিনি। সম্প্রতি আদিত্য রায় কাপুর অভিনীত ‘দ্য নাইট ম্যনেজার’ প্রশংসিত হয়েছে দর্শকমহলে।
advertisement
বেশ কিছুদিন আগে কফি উইথ করণ-এর অষ্টম সিজনের তৃতীয় পর্বে সারা আলি খানের সঙ্গে অতিথি হয়ে আসছেন অনন্যা । করণ সারাকে জিজ্ঞাসা করেন, ‘‘অনন্যার জীবনে এমন কী রয়েছে, যা তোমার নেই।’’ উত্তরে সারা বলেন, ‘‘আমার জীবনে নাইট ম্যানেজার নেই।’’ সারার ইঙ্গিত যে আদিত্যের দিকে, তা কারও বুঝতে বাকি নেই। লাজুক চোখ নামিয়ে নেন অনন্যা। তারপর জানান, তিনি নিজেকে অনন্যা ‘কয়’ কাপুর ভাবছেন।
advertisement
বেশ কিছুদিন আগে কফি উইথ করণ-এর অষ্টম সিজনের তৃতীয় পর্বে সারা আলি খানের সঙ্গে অতিথি হয়ে আসছেন অনন্যা । করণ সারাকে জিজ্ঞাসা করেন, ‘‘অনন্যার জীবনে এমন কী রয়েছে, যা তোমার নেই।’’ উত্তরে সারা বলেন, ‘‘আমার জীবনে নাইট ম্যানেজার নেই।’’ সারার ইঙ্গিত যে আদিত্যের দিকে, তা কারও বুঝতে বাকি নেই। লাজুক চোখ নামিয়ে নেন অনন্যা। তারপর জানান, তিনি নিজেকে অনন্যা ‘কয়’ কাপুর ভাবছেন।
advertisement
advertisement
advertisement
দিন কয়েক আগেই জীবনের নতুন বছরে পা রাখলেন অনন্যা পাণ্ডে। জন্মদিন পালন করতে মুম্বই ছেড়ে মলদ্বীপে উড়ে গিয়েছিলেন তিনি।মলদ্বীপে একটি বিলাসবহুল রিসর্টে অবসর যাপন করেছেন অনন্যা। সমুদ্রের ধারে বসে নৈশভোজ থেকে ঘড়ির কাঁটা ধরে কেক কাটা, জন্মদিনে বাদ পড়েনি কিছুই। অনেকেই মনে করছেন, ২৫তম জন্মদিন প্রেমিক আদিত্য রায় কাপুুরের সঙ্গেই কাটিয়েছেন চাঙ্কি-কন্যা। তবে বিশেষ মানুষটির সঙ্গে কোনও ছবি দেননি তিনি।