Irrfan Khan I Sutapa Sikdar: আমার কি কোনও ভুল ছিল? ইরফানের মৃত্যুর পর রাত জেগে কেন এসব ভাবতেন স্ত্রী সুতপা!

Last Updated:
Irrfan Khan I Sutapa Sikdar: ইরফানের পরিবার আজও সেই আঘাত নিয়ে চলছে৷ প্রতি পদক্ষেপে ইরফানের হাত ধরে চলেন সুতপা, বাবিলরা। জানেন কি, সুতপার মনে হয়, তাঁর কোনও ভুলেই কি ইরফান চলে যান?
1/7
২০২০ সালের আজকের দিন। হাজার হাজার মানুষের বড্ড ঘনিষ্ঠ কেউ যেন হঠাৎ নেই হয়ে যান৷ তিনি ইরফান খান। তাঁর হাসি, তাঁর চোখের ভাষায় আজও কথা বলে, প্রেমে পড়ে মানুষ।
২০২০ সালের আজকের দিন। হাজার হাজার মানুষের বড্ড ঘনিষ্ঠ কেউ যেন হঠাৎ নেই হয়ে যান৷ তিনি ইরফান খান। তাঁর হাসি, তাঁর চোখের ভাষায় আজও কথা বলে, প্রেমে পড়ে মানুষ।
advertisement
2/7
৩ বছর হয়ে গেল ইরফান নেই৷ ক্যানসারের সঙ্গে ইরফানের দীর্ঘ লড়াই থেমে যায় এদিন। দুই ছেলে বাবিল, অয়ন এবং স্ত্রী সুতপা সিকদারকে শোকস্তব্ধ করে চলে যান ‘মকবুল’।
৩ বছর হয়ে গেল ইরফান নেই৷ ক্যানসারের সঙ্গে ইরফানের দীর্ঘ লড়াই থেমে যায় এদিন। দুই ছেলে বাবিল, অয়ন এবং স্ত্রী সুতপা সিকদারকে শোকস্তব্ধ করে চলে যান ‘মকবুল’।
advertisement
3/7
ইরফানের পরিবার আজও সেই আঘাত নিয়ে চলছে৷ প্রতি পদক্ষেপে ইরফানের হাত ধরে চলেন সুতপা, বাবিলরা। জানেন কি, সুতপার মনে হয়, তাঁর কোনও ভুলেই কি ইরফান চলে যান?
ইরফানের পরিবার আজও সেই আঘাত নিয়ে চলছে৷ প্রতি পদক্ষেপে ইরফানের হাত ধরে চলেন সুতপা, বাবিলরা। জানেন কি, সুতপার মনে হয়, তাঁর কোনও ভুলেই কি ইরফান চলে যান?
advertisement
4/7
সুতপার কথায়, "আমরা যখন জানতে পারি ইরফানের অসুস্থতার কথা, তখনও কোনও উপসর্গ দেখা দেয়নি। তার পরেই ওকে শ্যুটে বেরোতে হত৷ শুধু পেটে একটা অস্বস্তি ছিল ইরফানের। তাই কিছু পরীক্ষা করানো হয়।"
সুতপার কথায়, "আমরা যখন জানতে পারি ইরফানের অসুস্থতার কথা, তখনও কোনও উপসর্গ দেখা দেয়নি। তার পরেই ওকে শ্যুটে বেরোতে হত৷ শুধু পেটে একটা অস্বস্তি ছিল ইরফানের। তাই কিছু পরীক্ষা করানো হয়।"
advertisement
5/7
বছরখানেক আগে এক সাক্ষাৎকারে সুতপার কথায় জানা যায়, তিনি বারবার ইরফানের মেডিক্যাল ফাইলগুলি ঘাঁটতে থাকেন। তাঁর মনে হয়, 'আমার কোনও ভুলে ইরফান চলে গেল কি?'
বছরখানেক আগে এক সাক্ষাৎকারে সুতপার কথায় জানা যায়, তিনি বারবার ইরফানের মেডিক্যাল ফাইলগুলি ঘাঁটতে থাকেন। তাঁর মনে হয়, 'আমার কোনও ভুলে ইরফান চলে গেল কি?'
advertisement
6/7
"টেস্ট করাতে করাতে হঠাৎই বোঝা গেল, নিউরোএন্ডোক্রাইন ক্যানসারের অ্যাডভান্স স্টেজে পৌঁছে গিয়েছে। কেমো নিতে চাইত না ইরফান।"
"টেস্ট করাতে করাতে হঠাৎই বোঝা গেল, নিউরোএন্ডোক্রাইন ক্যানসারের অ্যাডভান্স স্টেজে পৌঁছে গিয়েছে। কেমো নিতে চাইত না ইরফান।"
advertisement
7/7
"প্রতি রাতে আজও গোটা স্যুটকেস নিয়ে বসে পড়ি। মনে হয়৷ চিকিৎসা করাতে গিয়ে কোনও ভুল করেছি কি?" চিকিৎসা চলাকালীন কেবল সুতপাই ইরফানের পাশে ছিলেন৷ আর কারও সেবা নিতে চাইতেন না ইরফান।
"প্রতি রাতে আজও গোটা স্যুটকেস নিয়ে বসে পড়ি। মনে হয়৷ চিকিৎসা করাতে গিয়ে কোনও ভুল করেছি কি?" চিকিৎসা চলাকালীন কেবল সুতপাই ইরফানের পাশে ছিলেন৷ আর কারও সেবা নিতে চাইতেন না ইরফান।
advertisement
advertisement
advertisement