গুরুতর অসুস্থ ইলিয়ানা ডি'ক্রুজ, বিরল ও কঠিন রোগে আক্রান্ত 'রুস্তম' নায়িকা

Last Updated:
'' বোঝাতে পারব না ঘুম থেকে উঠে পায়ে আঘাতের চিহ্ন দেখে কেমন লাগে ''
1/5
বিরল ও কঠি রোগে ভুগছেন বলিটাউনের অভিনেত্রী ইলিয়ানা ডি'ক্রুজ। নিজেই জানালেন, '' বোঝাতে পারব না, সকালবেলা উঠে যখন দেখি হাতে পায়ের নানা জায়গায় ক্ষতর চিহ্ন, কেমন লাগে!''
বিরল ও কঠি রোগে ভুগছেন বলিটাউনের অভিনেত্রী ইলিয়ানা ডি'ক্রুজ। নিজেই জানালেন, '' বোঝাতে পারব না, সকালবেলা উঠে যখন দেখি হাতে পায়ের নানা জায়গায় ক্ষতর চিহ্ন, কেমন লাগে!''
advertisement
2/5
'রেইড' অভিনেত্রী ইলিয়ানা জানান, তিনি কখনও ঘুমের মধ্যে হেঁটে বেড়ান, কখনও ঘুমের মধ্যে বিছানা থেকে উঠে পড়েন আবার কখনও বা ঘরের বাইরে বেরিয়ে পড়েন... সবটাই করেন নিজের অজান্তে, গাঢ় ঘুমের মধ্যে।
'রেইড' অভিনেত্রী ইলিয়ানা জানান, তিনি কখনও ঘুমের মধ্যে হেঁটে বেড়ান, কখনও ঘুমের মধ্যে বিছানা থেকে উঠে পড়েন আবার কখনও বা ঘরের বাইরে বেরিয়ে পড়েন... সবটাই করেন নিজের অজান্তে, গাঢ় ঘুমের মধ্যে।
advertisement
3/5
'রুস্তম' নায়িকা এরআগে জানিয়েছিলেন বডি ডিসর্মিক ডিসঅর্ডার (BDD)-এ আক্রান্ত তিনি। এই রোগের জেরেই প্রায় আত্মহত্যা করার মুখে পৌঁছিয়ে গিয়েছিলেন তিনি।
'রুস্তম' নায়িকা এরআগে জানিয়েছিলেন বডি ডিসর্মিক ডিসঅর্ডার (BDD)-এ আক্রান্ত তিনি। এই রোগের জেরেই প্রায় আত্মহত্যা করার মুখে পৌঁছিয়ে গিয়েছিলেন তিনি।
advertisement
4/5
ট্যুইটারে নিজের অসুস্থতার বিষয়ে মুখ খোলার পর নেটিজেনরা নানাভাবে রিঅ্যাক্ট করেন। একদিনে যেমন অনেকে তাঁকে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেন, তেমনই এমনও কমেন্ট রয়েছে, যেখানে তাঁকে মশকরা করে বলা হয় বাড়িতে মশা মারার ওসুধ ব্যবহার করতে! কেউ বলেন, রাতে তাঁর বাড়ির দরজা খোলা থাকে। তাই ইলিয়ানা ঘুমের মধ্যে হাঁটা শুরু করে নির্দ্ধিতায় তাঁর বাড়িতে চলে আসতে পারেন!
ট্যুইটারে নিজের অসুস্থতার বিষয়ে মুখ খোলার পর নেটিজেনরা নানাভাবে রিঅ্যাক্ট করেন। একদিনে যেমন অনেকে তাঁকে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেন, তেমনই এমনও কমেন্ট রয়েছে, যেখানে তাঁকে মশকরা করে বলা হয় বাড়িতে মশা মারার ওসুধ ব্যবহার করতে! কেউ বলেন, রাতে তাঁর বাড়ির দরজা খোলা থাকে। তাই ইলিয়ানা ঘুমের মধ্যে হাঁটা শুরু করে নির্দ্ধিতায় তাঁর বাড়িতে চলে আসতে পারেন!
advertisement
5/5
সম্প্রতি দীর্ঘদিনের বন্ধু অ্যানড্রিউ নিবোনসের সঙ্গে প্রেমের সম্পর্কে ভাঙন ধরে ইলিয়ানা ডি'ক্রজের।
সম্প্রতি দীর্ঘদিনের বন্ধু অ্যানড্রিউ নিবোনসের সঙ্গে প্রেমের সম্পর্কে ভাঙন ধরে ইলিয়ানা ডি'ক্রজের।
advertisement
advertisement
advertisement