আগের মাসেই নায়িকা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল মারফত ঘোষণা করেছিলেন যে তিনি অন্তঃসত্ত্বা, আর, এবার স্ফীত গর্ভের ফটোশ্যুটে কাঁপিয়ে দিলেন নেটদুনিয়া। যদিও এবারেও একবারের জন্যও জানালেন না তাঁর সন্তানের বাবা কে! ইলিয়ানার এই কাণ্ড দেখেই ভক্তরা বলছেন লাভলি আর বাকিরা বলছেন ব্যাপারটা কিন্তু আনফেয়ার! তা বলে কী আর খবর হাওয়ায় ওড়ে না!
হাজার হোক, নায়িকা বলে কথা। তার ওপরে আবার ইদানীং একটু বেশিই ঘোরাঘুরি চলছে তাঁর ক্যাটরিনা কাইফের সঙ্গে। ফলে সব মিলিয়ে ক্যামেরার আলো তো ইলিয়ানার ওপরে পড়তেই থাকবে এখন! খামোখা ক্যাটরিনার কথা টেনে আনা হল কেন? ক্যাটরিনার ভাই সেবাস্তিয়ান লরেন মিশেলের টানেই যে ইলিয়ানা স্ফীতোদরা, সে কথা কিন্তু অনেকেই বলতে ছাড়ছেন না। দু’জনে একসঙ্গে ছুটিও কাটাতে গিয়েছিলেন ক্যাটরিনা অ্যান্ড কোং-এর সঙ্গে।
ভগবান না করুন, ব্যাপারটা অ্যামি জ্যাকসনের মতো হল- সন্তান জন্ম নিল, আবার ওদিকে সম্পর্কের ভাঙনের জন্য বিয়েটাও হল না! এখন কপালে যা থাকবে, তা কে খণ্ডাতে পারে! আপাতত ইলিয়ানা কিন্তু ফটোশ্যুটে কপালে ছিটেফোঁটাও মেকআপ লাগাননি, কালো থাই স্লিট ড্রেসে তাঁর হাসি হাজার ফ্ল্যাশবাল্বের আলো ছড়িয়েছে। সাধে কী আর ঘরোয়া হলেও উত্তেজনায় ভরপুর ছবির ক্যাপশন দিয়েছেন নায়িকা 'বাম্প অ্যালার্ট'!