বরফি-তে বাঙালি তরুণীর চরিত্রে তাঁর অভিনয় দর্শকমন ছুঁয়ে যায়। রণবীর কপূর, প্রিয়ঙ্কা চোপড়ার পাশাপাশি তিনিও নজর কেড়ে নেন। এর পর বলিউডে পর পর বেশ কিছু ছবিতে অভিনয় করেন তিনি। ‘ফাটা পোস্টার নিকলা হিরো’, ‘ম্যায়ঁ তেরা হিরো’, ‘হ্যাপি এন্ডিং’, ‘রুস্তম’-সহ বেশ কিছু ছবিতে কাজ করেন ইলিয়ানা।