Pakistani Actress Death: পাকিস্তানি অভিনেত্রীর রহস্যমৃত্যু ! ফ্ল্যাট থেকে উদ্ধার ৩২ বছরের নায়িকার পচা-গলা দেহ

Last Updated:
Pakistan Actress Humaira Asghar Ali Death News: পুলিশের অনুমান অন্তত ১৫-২০ দিন আগেই মৃত্যু হয়েছিল হুমাইরা আসগরের ৷ এতদিন বাদে মৃতদেহে পচন ধরার পর অবশেষে ফ্ল্যাটের ভিতর থেকে উদ্ধার করা হয় অভিনেত্রীর মরদেহ ৷
1/7
পাকিস্তানি অভিনেত্রী হুমাইরা আসগর আলির মৃতদেহ উদ্ধার হল করাচি থেকে। অভিনেত্রীর নিথর দেহ মঙ্গলবার উদ্ধার হয় তাঁর ফ্ল্যাট থেকেই ৷ অভিনেত্রীর বয়স ৩২ বছর বলে জানা গিয়েছে। (Photo: Humaira Asghar Ali/Facebook Page)
পাকিস্তানি অভিনেত্রী হুমাইরা আসগর আলির মৃতদেহ উদ্ধার হল করাচি থেকে। অভিনেত্রীর নিথর দেহ মঙ্গলবার উদ্ধার হয় তাঁর ফ্ল্যাট থেকেই ৷ অভিনেত্রীর বয়স ৩২ বছর বলে জানা গিয়েছে। (Photo: Humaira Asghar Ali/Facebook Page)
advertisement
2/7
প্রতিবেশীরা জানান, অভিনেত্রীর ফ্ল্যাট থেকে বেশ কয়েকদিন ধরেই তীব্র গন্ধ আসছিল। তাই তাঁরা পুলিশে খবর দেয়। করাচিতে পাক প্রতিরক্ষা দফতরের আবাসনের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন হুমাইরা। ৮ জুলাই তাঁর পচা-গলা দেহ উদ্ধার হয়েছে সেখান থেকে। (Photo: Humaira Asghar Ali/Facebook Page)
প্রতিবেশীরা জানান, অভিনেত্রীর ফ্ল্যাট থেকে বেশ কয়েকদিন ধরেই তীব্র গন্ধ আসছিল। তাই তাঁরা পুলিশে খবর দেয়। করাচিতে পাক প্রতিরক্ষা দফতরের আবাসনের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন হুমাইরা। ৮ জুলাই তাঁর পচা-গলা দেহ উদ্ধার হয়েছে সেখান থেকে। (Photo: Humaira Asghar Ali/Facebook Page)
advertisement
3/7
পুলিশের অনুমান অন্তত ১৫-২০ দিন আগেই মৃত্যু হয়েছিল হুমাইরা আসগরের ৷ এতদিন বাদে মৃতদেহে পচন ধরার পর ফ্ল্যাটের ভিতর থেকে উদ্ধার করা হয় অভিনেত্রীর মরদেহ ৷ (Photo: Humaira Asghar Ali/Facebook Page)
পুলিশের অনুমান অন্তত ১৫-২০ দিন আগেই মৃত্যু হয়েছিল হুমাইরা আসগরের ৷ এতদিন বাদে মৃতদেহে পচন ধরার পর ফ্ল্যাটের ভিতর থেকে উদ্ধার করা হয় অভিনেত্রীর মরদেহ ৷ (Photo: Humaira Asghar Ali/Facebook Page)
advertisement
4/7
পাক অভিনেত্রী হুমাইরা আসগর আলি রিয়েলিটি শো-তে অংশ নিয়েই জনপ্রিয় হয়েছিলেন। বিভিন্ন টেলিভিশন শো-তে অভিনয় করতেও দেখা গিয়েছে তাঁকে ৷ গত সাত বছর ধরে করাচিতে ডিফেন্সের হাউজিং অথরিটির এই ফ্ল্যাটে একাই থাকতেন হুমাইরা। (Photo: Humaira Asghar Ali/Facebook Page)
পাক অভিনেত্রী হুমাইরা আসগর আলি রিয়েলিটি শো-তে অংশ নিয়েই জনপ্রিয় হয়েছিলেন। বিভিন্ন টেলিভিশন শো-তে অভিনয় করতেও দেখা গিয়েছে তাঁকে ৷ গত সাত বছর ধরে করাচিতে ডিফেন্সের হাউজিং অথরিটির এই ফ্ল্যাটে একাই থাকতেন হুমাইরা। (Photo: Humaira Asghar Ali/Facebook Page)
advertisement
5/7
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয়রা পুলিশকে জানায় যে তারা বেশ কয়েকদিন ধরে ফ্ল্যাটের আশপাশে কিছুই তেমন দেখতে পাননি। বেশ কয়েকবার দরজায় কড়া নাড়ার পর কোনও সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভিতরে ঢোকে পুলিশ। দেখা যায় বাড়ির মেঝেতে হুমাইরার মৃতদেহ পড়ে রয়েছে ৷ (Photo: Humaira Asghar Ali/Facebook Page)
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয়রা পুলিশকে জানায় যে তারা বেশ কয়েকদিন ধরে ফ্ল্যাটের আশপাশে কিছুই তেমন দেখতে পাননি। বেশ কয়েকবার দরজায় কড়া নাড়ার পর কোনও সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভিতরে ঢোকে পুলিশ। দেখা যায় বাড়ির মেঝেতে হুমাইরার মৃতদেহ পড়ে রয়েছে ৷ (Photo: Humaira Asghar Ali/Facebook Page)
advertisement
6/7
জানা গিয়েছে, ফ্ল্যাটের মালিক হুমাইরার থেকে ভাড়া না পেয়ে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। তবে হুমাইরা সাড়া না দেওয়ায় সেই ব্যক্তি আদালতের দ্বারস্থ হয়েছিলেন। (Photo: Humaira Asghar Ali/Facebook Page)
জানা গিয়েছে, ফ্ল্যাটের মালিক হুমাইরার থেকে ভাড়া না পেয়ে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। তবে হুমাইরা সাড়া না দেওয়ায় সেই ব্যক্তি আদালতের দ্বারস্থ হয়েছিলেন। (Photo: Humaira Asghar Ali/Facebook Page)
advertisement
7/7
প্রমাণ সংগ্রহের জন্য ফরেনসিক দলকে ফ্ল্যাটে পাঠানো হয়েছে। মৃতদেহের ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই ঠিক কীভাবে এবং কবে অভিনেত্রীর মৃত্যু হয়েছে, তা জানা যাবে ৷ পুলিশের ধারণা, দেহ উদ্ধারের অন্তত ১৫ থেকে ২০ দিন আগে হুমাইরার মৃত্যু হয়ে থাকতে পারে। (Photo: Humaira Asghar Ali/Facebook Page)
প্রমাণ সংগ্রহের জন্য ফরেনসিক দলকে ফ্ল্যাটে পাঠানো হয়েছে। মৃতদেহের ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই ঠিক কীভাবে এবং কবে অভিনেত্রীর মৃত্যু হয়েছে, তা জানা যাবে ৷ পুলিশের ধারণা, দেহ উদ্ধারের অন্তত ১৫ থেকে ২০ দিন আগে হুমাইরার মৃত্যু হয়ে থাকতে পারে। (Photo: Humaira Asghar Ali/Facebook Page)
advertisement
advertisement
advertisement