Hrithik Sussanne: বর্তমানকে সঙ্গে নিয়েই প্রাক্তনের সঙ্গে পার্টি, নেটিজেনরা বলল, 'বাহ! এই তো আদর্শ এক্স!'

Last Updated:
কিন্তু হৃতিক সুজানের স্বপ্নের নীড় ভেঙে যায় ২০১৪ সালেই। কিন্তু দুই ছেলে হৃদান ও রিহানের পাশে সবসময়েই দেখা গিয়েছে দুজনকে। এমনকি, বিচ্ছেদের পরে একসঙ্গে চারজনে ছুটিও কাটিয়েছেন।
1/9
নিজের নিজের জীবনে অনেকটাই এগিয়ে গিয়েছেন। কিন্তু বন্ধুত্বের হাত কখনও ছাড়েনি। ফের প্রকাশ্যে হৃতিক রোশন, সাবা আজাদ, সুজানে খান এবং আর্সলান গোনির ছবি। নেটিজেনরা বলছে, 'এই তো আদর্শ এক্স-এর উদাহরণ'
নিজের নিজের জীবনে অনেকটাই এগিয়ে গিয়েছেন। কিন্তু বন্ধুত্বের হাত কখনও ছাড়েনি। ফের প্রকাশ্যে হৃতিক রোশন, সাবা আজাদ, সুজানে খান এবং আর্সলান গোনির ছবি। নেটিজেনরা বলছে, 'এই তো আদর্শ এক্স-এর উদাহরণ'
advertisement
2/9
সেই ছোটবেলা থেকেই প্রেম। ২০০০ সালে এসে গাঁটছড়া।
সেই ছোটবেলা থেকেই প্রেম। ২০০০ সালে এসে গাঁটছড়া।
advertisement
3/9
কিন্তু হৃতিক সুজানের স্বপ্নের নীড় ভেঙে যায় ২০১৪ সালেই। কিন্তু দুই ছেলে হৃদান ও রিহানের পাশে সবসময়েই দেখা গিয়েছে দুজনকে। এমনকি, বিচ্ছেদের পরে একসঙ্গে চারজনে ছুটিও কাটিয়েছেন।
কিন্তু হৃতিক সুজানের স্বপ্নের নীড় ভেঙে যায় ২০১৪ সালেই। কিন্তু দুই ছেলে হৃদান ও রিহানের পাশে সবসময়েই দেখা গিয়েছে দুজনকে। এমনকি, বিচ্ছেদের পরে একসঙ্গে চারজনে ছুটিও কাটিয়েছেন।
advertisement
4/9
সম্প্রতি বলিউড অভিনেত্রী-গায়িকা সাবা আজাদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন হৃতিক।
সম্প্রতি বলিউড অভিনেত্রী-গায়িকা সাবা আজাদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন হৃতিক।
advertisement
5/9
প্রথমের দিকে রাখঢাক রাখলেও, পরে ধীরে ধীরে প্রকাশ্যে আনেন তাঁদের সম্পর্ক। এমনকি, হৃতিকের পারিবারিক ছবিতেও দেখা যায় সাবাকে।
প্রথমের দিকে রাখঢাক রাখলেও, পরে ধীরে ধীরে প্রকাশ্যে আনেন তাঁদের সম্পর্ক। এমনকি, হৃতিকের পারিবারিক ছবিতেও দেখা যায় সাবাকে।
advertisement
6/9
অন্যদিকে, আর্সলান গোনির হাত ধরে নতুন জীবন উপভোগ করছেন সুজান খানও। প্রায়ই একে অপরের সঙ্গে ছুটি কাটাতে বেরিয়ে পড়েন। তোলেন মজার সব সেলফি।
অন্যদিকে, আর্সলান গোনির হাত ধরে নতুন জীবন উপভোগ করছেন সুজান খানও। প্রায়ই একে অপরের সঙ্গে ছুটি কাটাতে বেরিয়ে পড়েন। তোলেন মজার সব সেলফি।
advertisement
7/9
এখানেই শেষ নয়, প্রাক্তনের বর্তমান সঙ্গীদের সঙ্গেও দারুণ সম্পর্ক বজায় রাখেন হৃতিক সুজান।
এখানেই শেষ নয়, প্রাক্তনের বর্তমান সঙ্গীদের সঙ্গেও দারুণ সম্পর্ক বজায় রাখেন হৃতিক সুজান।
advertisement
8/9
কখনও সুজানের বয়ফ্রেন্ড আর্সলানের জন্মদিনে তাঁকে উইশ করেন হৃতিক। কখনও সুজানের পোস্টে লাভ রিয়্যাক্ট দেন সাবা।
কখনও সুজানের বয়ফ্রেন্ড আর্সলানের জন্মদিনে তাঁকে উইশ করেন হৃতিক। কখনও সুজানের পোস্টে লাভ রিয়্যাক্ট দেন সাবা।
advertisement
9/9
আবার চারজনে মিলে পার্টিও করেন মাঝেমধ্যে। সব মিলিয়ে মন্দ নয় হৃতিক-সুজানের 'সংসার'।
আবার চারজনে মিলে পার্টিও করেন মাঝেমধ্যে। সব মিলিয়ে মন্দ নয় হৃতিক-সুজানের 'সংসার'।
advertisement
advertisement
advertisement