প্রায় ২ বছর পর সানি দেওলের কামব্যাক, সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘Jaat’ কি আদৌ দেখার মতো? জেনে নিন এই ৫টি গুরুত্বপূর্ণ বিষয়
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
How is 'Jaat'? Know In Just 5 Points: অভিনেতা সানি দেওলের ‘Jaat’ ছবির জন্য অধীর আগ্রহে মুখিয়ে ছিলেন তাঁর ভক্তরা। সানির পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছেন রেগিনা ক্যাসান্দ্রা, রণদীপ হুডা এবং বিনীত কুমার সিং। অবশেষে ছবিটি মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে।
অভিনেতা সানি দেওলের ‘Jaat’ ছবির জন্য অধীর আগ্রহে মুখিয়ে ছিলেন তাঁর ভক্তরা। সানির পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছেন রেগিনা ক্যাসান্দ্রা, রণদীপ হুডা এবং বিনীত কুমার সিং। অবশেষে ছবিটি মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। আসলে দক্ষিণী ছবি এবং বলিউডের এক অপূর্ব মেলবন্ধন এই ছবিটি। আসলে ‘Jaat’ ছবির পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক সকলেই দক্ষিণী ইন্ডাস্ট্রির। এমনকী, ছবির গল্পও দক্ষিণের। তবে এই ছবিতে দক্ষিণী তারকাদের পাশাপাশি অভিনয় করেছেন বলিউডের তাবড় অভিনেতা-অভিনেত্রীরাও।
advertisement
এই ছবিতে একজন জাঠ (বলদেব প্রসাদ সিং)-এর চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল। আর রণতুঙ্গার ভূমিকায় দেখা গিয়েছে রণদীপ হুডাকে। এদিকে সোমুলু এবং সিবিআই অফিসার সত্যমূর্তির চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে বিনীত কুমার সিং এবং জগপতি বাবু। এবার সবথেকে বড় প্রশ্ন হল, এই ছবিটি কি আদৌ দেখা যাবে কি না? আজকের প্রতিবেদনে এই ছবির কিছু বিষয় নিয়ে আলোচনা করে নেওয়া যাক। এখানেই লুকিয়ে রয়েছে প্রশ্নের উত্তর। দেখে নেওয়া যাক সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলিই।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement