কুকুরছানা সঙ্গে নিয়ে মিমিকে ধন্যবাদ জানালেন প্রিয়াঙ্কা চোপড়া

Last Updated:
1/6
♦ নিজের পোষ্য ডায়নাকে বড্ড ভালোবাসেন সদ্য বিবাহিত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
♦ নিজের পোষ্য ডায়নাকে বড্ড ভালোবাসেন সদ্য বিবাহিত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
2/6
♦ কিছুদিন আগেই স্বামী নিক জোনাসের সঙ্গে কানাডায় জম্পেশ মধুচন্দ্রিমা কাটিয়ে ফিরেছেন তিনি ৷ সেই সব ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোডও করেছিলেন ‘দেশি গার্ল’৷ মধুচন্দ্রিমা থেকে ফিরেই ইউটিউবারদের দলে নাম লিখিয়েছেন নায়িকা ৷ আনতে চলেছেন এক টক শো ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
♦ কিছুদিন আগেই স্বামী নিক জোনাসের সঙ্গে কানাডায় জম্পেশ মধুচন্দ্রিমা কাটিয়ে ফিরেছেন তিনি ৷ সেই সব ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোডও করেছিলেন ‘দেশি গার্ল’৷ মধুচন্দ্রিমা থেকে ফিরেই ইউটিউবারদের দলে নাম লিখিয়েছেন নায়িকা ৷ আনতে চলেছেন এক টক শো ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
3/6
♦ তবে বাড়ি ফিরেই ডায়নার সঙ্গে একটু সময় না কাটালে মনটা এক্কেবারে ভালই লাগে না ! তবে ডায়নাকে যদি টুকটাক এদিক ওদিক সঙ্গে নিয়ে বেড়নো যায়, কী মজাটাই না হয়! ছবি: ইনস্টাগ্রাম ৷
♦ তবে বাড়ি ফিরেই ডায়নার সঙ্গে একটু সময় না কাটালে মনটা এক্কেবারে ভালই লাগে না ! তবে ডায়নাকে যদি টুকটাক এদিক ওদিক সঙ্গে নিয়ে বেড়নো যায়, কী মজাটাই না হয়! ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
4/6
♦ যা ভাবা, তাই কাজ! কিছুদিন আগে আদরের কুকুর ডায়নার জন্য ৩৫ হাজার টাকা দিয়ে জ্যাকেট কিনেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এবার ডায়নার জন্য নতুন আরও একটি উপহার কিনেছেন পিগি চপস। যাঁর দাম শুনলে চোখ কপালে উঠবে বইকি। ছবি: ইনস্টাগ্রাম ৷
♦ যা ভাবা, তাই কাজ! কিছুদিন আগে আদরের কুকুর ডায়নার জন্য ৩৫ হাজার টাকা দিয়ে জ্যাকেট কিনেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এবার ডায়নার জন্য নতুন আরও একটি উপহার কিনেছেন পিগি চপস। যাঁর দাম শুনলে চোখ কপালে উঠবে বইকি। ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
5/6
♦ প্রিয়াঙ্কা তাঁর আদরের ডায়নার জন্য কিনেছেন ট্রাভেল ব্যাগ।আর এই ব্যাগের দাম নাকি ১ লক্ষ টাকা। শুনে বিশ্বাস না হলেও এটা সত্যি। ডায়নার জন্য কেনা সেই নতুন ব্যাগে তাকে ভরে ছবিও পোস্ট করেছেন প্রিয়াঙ্কা। লিখেছেন, ডায়না নাকি ওই ব্যাগটি থেকে বের হতেই চাইছেন না ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
♦ প্রিয়াঙ্কা তাঁর আদরের ডায়নার জন্য কিনেছেন ট্রাভেল ব্যাগ।আর এই ব্যাগের দাম নাকি ১ লক্ষ টাকা। শুনে বিশ্বাস না হলেও এটা সত্যি। ডায়নার জন্য কেনা সেই নতুন ব্যাগে তাকে ভরে ছবিও পোস্ট করেছেন প্রিয়াঙ্কা। লিখেছেন, ডায়না নাকি ওই ব্যাগটি থেকে বের হতেই চাইছেন না ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
6/6
♦ সেখানে এই ব্যাগটির জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন মিমিকে ৷ মিমি কাটরেল হলেন নায়িকার স্টাইলিস্ট ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
♦ সেখানে এই ব্যাগটির জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন মিমিকে ৷ মিমি কাটরেল হলেন নায়িকার স্টাইলিস্ট ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
advertisement
advertisement